কার্ধক্য মানব জীব‌নের একটা চরম সময় যা মানু‌কে দু‌চিন্তাগ্রস্থ ক‌রে‌ তো‌লে।

in #life7 years ago

mmmmmmm.jpgবার্ধক্য সম্প‌র্কে তেমন কোন ধারনাই থা‌কেনা বয়স যখন ১৮। অ‌নেকটা অাড্ডা ও অান‌ন্দের মা‌ঝে কেটে যায় ৩০ বছর পর্যন্ত । হঠাৎ অাড্ডার ছ‌লেই ম‌নে করা হয় বার্ধক্য‌কে।

সন্তান অার সংসা‌রের মা‌ঝে ডু‌বে থাকায় প‌রের ১৫থে‌কে ২০ বছর । হঠাৎ অায়নার সাম‌নে নি‌জে‌কে অ‌নেকটা অপ‌রি‌চিত ম‌নে হয় । কারন চুল গু‌লো হয়‌তো প‌ড়ে গে‌ছে নতুবা সাদা হ‌য়ে গে‌ছে ।‌চিন্তা অ‌নেকটা অাকাশ ছোয়া।

হঠাৎ চা‌য়ের দোকা‌নে বস‌লে যুবক ছে‌লে গু‌লো উঠে চ‌লে যায় । তখন অার বুঝ‌তে বা‌কি থা‌কে না যে, অাড্ডা দেওয়ার বয়স হা‌রি‌য়ে ফেলে‌ছি।বড্ড একা একা ম‌নে হয়।ক‌য়েক‌দিন পর পর ই প‌রি‌চিত বন্ধু স্বজন‌দের মৃত্যুর খবর শু‌নে নি‌জে‌কে নি‌য়ে বড্ড বে‌শি চিন্তা হয়। বু‌ঝে‌ছি সময় বু‌ঝি ফু‌রি‌য়ে এসে‌ছে।এই তো জীবন।