জীবনের উত্থান পতন

in #life2 days ago

উত্থান ও পতন জীবনের একটি চিরচারিত ঘটনা। মানুষের জীবনে যেমন ভালো সময় আছে ঠিক তেমনি খারাপ সময়ও আছে। আসলে খারাপ সময় গুলো আছে বলেই আমরা ভালো সময় গুলোর উপলব্ধি করতে পারি। তাই শুধুমাত্র ভালো সময়গুলোকে আমরা আশা করব আর খারাপ সময় গুলোকে করবো না এমন কখনো জীবন হতে পারে না।

20250104_114018.jpg

কারণ যদি আমরা শুধুমাত্র ভালো সময় গুলোই জীবনে পারতাম তাহলে এই ভালো জিনিসটার উপলব্ধি আমরা করতে পারতাম না, এবং জীবনটা হয়ে যেত একঘেয়েমি। আর তাই জীবনের এই উত্থান ও পতন আছে বলেই আমরা জীবনকে সঠিকভাবে পার করতে এবং উপলব্ধি করতে পারি।

আর একটা জিনিস লক্ষ্য করবেন যখন আপনার খারাপ সময় আসে তখন মনে হয় যেন সব একসাথেই আসে। মানে ব্যাপারটা এরকম যে আপনি কোন একটা বিপদে পড়েছেন ঠিক সেই মুহূর্তে বিভিন্ন দিক থেকে অন্যান্য বিপদ এবং সমস্যা গুলো একই সাথে আপনার জীবনে আসতে থাকে। এই সময়টা আমাদের প্রত্যেকের জীবনে খুবই খারাপ হিসেবে কাটে। কিন্তু এটা হল সৃষ্টিকর্তার পরীক্ষা। এই খারাপ সময়ে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। এবং ভালো সময়ের অপেক্ষা করতে হবে। কারণ অবশ্যই অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে খারাপ সময়ের পরে ভালো সময় আসবেই।

ডিভাইসস্যামসাং এস ২১
ফটোগ্রাফার@surzo
লোকেশনফুলবাড়ি, কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ

দিনের পরে যেমন রাত আসে, মেঘের পরে যেমন পরিষ্কার আকাশ আসে, ঝড়ের পরে যা মন পরিবেশ ঠান্ডা হয়ে যায়, ঠিক তেমন আপনার খারাপ সময় গুলো কেটে যাওয়ার পরই পরেই আপনার ভালো সময় আসতে থাকবে। তাই কখনোই সৃষ্টিকর্তার উপর থেকে আশা হারাবেন না। এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করুন।