ছোট বেলার দিন গুলো আমরা ভুলতে পারবো না । ছোট বেলার একটা মিনিটকে মনে হতো ঘন্টা আর একটা দিনকে মনে হতো একটা মাস আর এখন বছর চলে যায় কিন্তু মনে হয় যেনো একটা দিন পার করে আসলাম । আসলে সময় আমাদের জীবন থেকে অনেক দ্রুত হারিয়ে যায় । এখনো ছোট বেলার ফেলে আশা দিন গুলোকে মনে হয় কিছক্ষন আগে ঘটে যাওয়া অতীত । এই অসাধারন পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ ।