সমাজে বসবাসরত সকলের মধ্যে নিজেকে রুপান্তর করুন
তারা যেটা বলতে চেয়েছিল তা হচ্ছে, নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলা । নিজেকে সমাজের একজন স্বনামধন্য ব্যক্তি হিসেবে পরিচিতি দেওয়া ।তাহলে চলুন যেনে নেই কীভাবে নিজেকে রুপান্তর করা যায়ঃ
পারসোনালিটি গড়ে তোলাঃ
আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজের বসবাসরত অন্যসব লোকজন যেমনঃ বন্ধু-বান্ধব,মা-বাবা, ভাই-বোন, প্রতিবেশিদের সাথেই উঠাবসা করা হয়। তাদের চারিত্রিক আচার আচরণের প্রভাব কিন্তু আমাদের মাঝেও কাজ করে। তাই, আমাদেরকেই খেয়াল রাখতে হবে যে, কোন গুনটা গ্রহন করা উচিত এবং কোনটা গ্রহন না করা শ্রেয় । কেননা, এসব গুন দিয়েই আমাদের পারসোনালিটি বা ব্যক্তিত্ব গড়ে উঠবে।
আত্মনির্ভরশীলতাঃ
অন্ধকারে যেমন আমাদের ছায়াও আমাদের সাথে থাকে না, ঠিক তেমনি কোন কোন সময় বিপদে কাউকে পাশে পাওয়া খুব দুষ্কর । তাই নিজেকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে অন্যের উপর থেকে নির্ভরতা কমে যায় এবং যেকোন বিপদে যেন নিজেই মোকাবেলা করতে পার ।
খাপ খায়িয়ে চলাঃ
আমরা সবসময় যেমনটা চাই তেমনটা নাও পেতে পারি। তাই বলে মন খারাপ করে কোন লাভ নেই। জীবনের প্রতিটি অধ্যায় কিন্তু একই রকম হয় না। এটাই বাস্তব তাই এই বাস্তব কথাটি মেনে আমাদের খাপ খাওয়ানো শিখতে হবে। সবসময় টিকে থাকার কথা চিন্তা না করে বরং নিজেকে পরিবর্তনের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। প্রতিকুল অবস্থার কাছে হার মানা যাবে না, বরং তার সম্মুখীন হতে হবে।
নিজের সিদ্ধান্ত নিজে নেওয়াঃ
জীবনে চলার পথে নানা ধরনের সিদ্ধান্ত নিতে হয় আমাদের। আমরা অনেকেই অন্যের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকি । আবার মাঝে মাঝে কোন প্রকার যাচাই বাছাই করা ছাড়াই অন্যের সিদ্ধান্তে সম্মতি দেই। এটা একদম ঠিক না নিজের সিদ্ধান্ত সবসময় নিজের নেওয়া উচিত। অন্যের উপর নির্ভর না করাই শ্রেয় ।
জীবনের বিভিন্ন অধ্যায়ে আমরা বিভিন্ন শিক্ষা পেয়ে থাকি । এই শিক্ষা গুলোকে সঠিক কাজে লাগিয়ে আমরা আমাদের চারিত্রিক গুনাবলি বৃদ্ধি করতে পারি এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারি ।
অসাধারন মোটিভিশন পোস্ট
You got a 30.77% upvote from @postpromoter courtesy of @zaku!
Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!
@zaku, this is well explained, thoughtful and inspiring.
ভাল লিখেছেন ভাইয়া
ভাই @zaku আমি তো ছবি দেখে ভাবছিলাম আপনি হনুমান থেকে মানুুষ হওয়ার থিউরিটা বলবেন! তাই পড়তেও চাইছিলাম না। কারন ঐটা নাস্তিকদের মতবাদ। আসলে যাইহোক আপনি কিন্ত তা লেখেন নী। আপনি লিখেছেন কীভাবে জীবনে পরিপূর্ন পাওয়া যায় তাই।
@zaku ভাই
ধন্যবাদ আপনাকে
সত্যিই অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদেরকে উপহার দিয়েছেন আপনার পোস্টটি থেকে অনেক কিছু শেখার আছে
hi. zaku. how to read your lang? i want to know that.