আমরা যদি টাকার পেছনে দৌড়াই টাকা আমাদের দেখে পালাবে

in #lifestyle7 years ago

জীবন চলার পথে টাকা থাকা জরুরী তবে, এজন্য আমরা অনেকে টাকার পেছনে ছুটে থাকি, অনেকে আমরা সারা জীবন ধরেই ছুটে চলি। আবার আমাদের সমাজেই অনেক মানুশ আছে তারা আয়েশে জীবন যাপন করে টাকা নিয়ে তাদের মাথা ব্যাথা নেই কারন তাদের যথেস্ট রয়েছে।

দেখা যায়, এক নির্দিষ্ট সময়ে তারা একটি কাজ ভালোমতো সম্পন্ন করে যার ফলাফল সে বা তার পরিবার সারা জীবন ধরে উপভোগ করে।

উদাহরণ স্বরূপঃ বর্তমান সময়ের Youtuber, Public Figure, দের দিকে তাকালেই সেটি বোঝা যায়।

তারা কিন্তু টাকা আয় হবে এই চিন্তা ভাবনা থেকে এসকল কাজ করে নি। তারা বরাবরই যে যার অবস্থান থেকে তাদের জানা সব তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছে। সমাজ ও মানব কল্যাণের দায়বদ্ধতা থেকে।

এসকল কর্মকাণ্ডের ফলশ্রুতিতে তাদের জনপ্রিয়তা যখন বেরেছে, তখন যেই প্রযুক্তির মাধ্যমে সে তার কর্মকাণ্ড প্রচার করেছে সেই ইন্টারনেট প্লাটফর্মটি তাকে সম্মানি প্রদান করেছে ।

বিদেশে এধরনের ইনকাম মূলত ছাত্ররা করে থাকে। তারা লেখাপড়ার পাশাপাশি জনসচেতনতা মুলক কাজ করে থাকে ইন্টারনেট প্লাটফর্ম ব্যাবহার করে। একারনেই প্রাপ্ত বয়স্ক হতে হতে তারা নিজেদের দায়িত্ত নিজেরাই নিতে পারে।

তাই, আমাদের উচিত টাকা নয়, বরং কাজের প্রতি গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়া। তখন টাকা আমাদের কাছে এসে পরে থাকবে এটাই বাস্তবতা।

Sort:  

Congratulations @sabbir-sarker! You received a personal award!

Happy Birthday! - You are on the Steem blockchain for 2 years!

You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking

Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!