শিক্ষা ও মনোভাব
আমাদের সমাজে শিক্ষার অনেক গুরুত্ত। কিন্তু আমার মতে আমাদের সমাজ বেবস্থা ও আমাদের দেশের শিক্ষা বেবস্থা কিছুটা আলাদা .
সমাজে বর্তমানে লেখাপড়া যেমন গুরুত্বপূর্ণ তেমনি টাকা। টাকা দিয়ে সমাজে একটা মানুষ কে মূল্যায়ন করা হয়। যার যত টাকা এবং
ক্ষমতা তার সমাজে আদিপত্ত বেশি, এইসব লোকজন আবার শিক্ষার অভাবে টাকার ক্ষমতায় কি বলে আর কি করে সেটা নিয়ে আবার
সেই সমাজের লোকজনই হাসাহাসি করে । এই দরনের লোকজনদের কে সমাজের কিছু লোভী মানুষ এমন ভাবে সাপোর্ট করে যার জন্য
শিক্ষিত ভাল মানুষ গুলা লজ্জায় সামনে আসেনা । আবার সব শিক্ষিত লোক সুসিক্ষিতি না । তারা আবার শিক্ষার লেবাস দরে সমাজের অনেক
ক্ষতি করার জন্য বসে আছে । শিক্ষিত মানুষ তাদের মনে করে আমি একরকম আবার টাকাওলা রা মনে আরেক রকম।
আজকে এই পর্যন্ত আবার আরেক দিন লেখব । ধন্যবাদ