ভালোবাসার এক রোমাঞ্চকর মূহুর্তে
ভালোবাসা মানেই দুজন দুজনকে নিয়ে ভলো থাকার একটা বোঝাপড়া।
আর সেই ভালো থাকার জন্য প্রয়োজন দুজনের দুজনার প্রতি অনেক ভালোবাসা এবং আত্মবিশ্বাসের। বুঝতে হবে একে অপরের মন কে। বুঝতে হবে একে অপরের না বলা কথা। তবেই হবে একটি সুন্দর ভালোবাসার সম্পর্ক। আর সেই ভালোবাসার একটি উদাহরণ দেয় এই ছবি।