আমাদের বাগানের আম আজ শেষ হলো।

in #mango9 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।আজ আম পারার মাধ্যমে শেষ হলো আমাদের বাগানের সব আম। এটি ছিলো আম্রপালি। শুধু এই একটি গাছি ছিলো আম্রপালির।

IMG20240624112732.jpg

কয়েকদিন আগে আমাদের বাগানের সমস্ত আম বিক্রি করে দেওয়া হয়। সেই আম গুলো ছিলো বাড়ি-৪ আম। আর আম্রপালি যেহেতু একটু পরেই পাকে তাই একটি গাছ রেখে দেওয়া হয়েছিল। কালকে বাগানে কয়েকটা লেবু আনতে গিয়ে দেখি, আমগুলো পেকে পড়ে আছে কিছু, আবার কিছু আম পাখিতে খেয়ে ফেলেছে। তাই ভেবে দেখলাম এই আমগুলো গাছ রাখা ঠিক হবে না। যদি গাছে রাখি তাহলে এভাবে সব শেষ হয়ে যাবে। তাই সকলে চলে যায় আম বাগানে। যেয়ে আমগুলো সব পেরে ফেলে । গাছ ছোট হওয়ায় আমগুলো সব হাত দিয়ে পারা যাচ্ছিল। পারতে তেমন কষ্ট হয় নাই। খুব সহজে আমগুলো পেরে ফেলি।

IMG20240624112727.jpg

IMG20240624112723.jpg

এই আমগুলো খেতে অনেক মজা। পাকলে অনেক মিষ্টি হয়ে থাকে। তবে একটা সমস্যা হল, যদি আমগুলো থাকা অবস্থায় বৃষ্টি পায় তাহলে এগুলোর ভিতরে পোকা হয়ে যায়। আর আকাশ তো কয়েকদিন ধরে মেঘলা রয়েছে, তাই আরো বিশেষ করে আমগুলো পেরে ফেলেছি। পাড়ার সময় একটি পাকা আম পেয়েছিলাম। গাছে বসে থেকে সে আমটি খায়। খুবই ঘ্রাণ এবং সুস্বাদু ছিল।

IMG20240624112717.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
আম বাগানে

এরই মধ্য দিয়ে আমাদের বাগানের সমস্ত আম শেষ হয়ে গেল। অন্যান্য বাগানে তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের বাগানে অনেক ভালো আম হয়েছিল। আশা করি সামনে বারো এমন আরো ভালো ফলন হবে। আপনাদের সকলের অগ্রিম আমের দাওয়াত থাকলো। সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।

ধন্যবাদ

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 4.569277469116048 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Congratulations, your post has been upvoted by @upex with a 2.10% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

Uh .... I want this mangos :)) .... Sad is that in Estonia we not get fresh mangos winter is to strong here .... it can go -20 or more in Estonia . :)) But I see you are lucky to have them there :))