হুমায়ূন আহমেদ
ভালোবাসার বাস হচ্ছে হ্নদয়ে। তাকে চোখে দেখা যায় না। আমরা করি কী, নানান কান্ডকারখানা করে তা দেখাতে চাই। যেমন ফুল কিনে আনি, উপহার দেই। এসব কর্মকান্ডের পেছনে এক ধরনের ভান আছে- ভানটা হচ্ছে আমাদের ত্রুটি। যে মানুষের মধ্যে এই ত্রুটি নেই সে ভালোবাসা দেখানোর চেষ্টা করবে না।
—হুমায়ূন আহমেদ (একজন মায়াবতী)