চার ক্যামেরার হুয়াওয়ে মাইম্যাং ৬ উন্মুক্ত
hdmusic44.com ২২ সেপ্টেম্বর শুক্রবার চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে মাইম্যাং ৬ স্মার্টফোন উন্মুক্ত করেছে। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২৩,৬০০ রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় ২৯৮০০ টাকা। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এই ফোনের প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে এবং ৩০ সেপ্টেম্বর থেকে হাতে পাওয়া যাবে এই ফোন।
এই ফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। রিয়ার ক্যামেরা সেটআপে আছে ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর ফ্রন্ট ক্যামেরা সেট আপে রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।
এই ফোনটিতে রয়েছে ৫.৯ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এবং ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট অপারেটিং সিস্টেমে। এছাড়া ফোনের প্রসেসরে আছে অক্টাকোর কিরিন ৬৫৯ এসওসি। ৪জিবি র্যামের মাইমাং ৬ ফোনে আছে ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ। তবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এই ফোনের ব্যাকআপের জন্য রয়েছে ৩ হাজার ৩৪০ এমএএইচ ব্যাটারি।
Congratulations @rkrasel971! You have received a personal award!
1 Year on Steemit
Click on the badge to view your Board of Honor.
Do not miss the last post from @steemitboard:
Congratulations @rkrasel971! You received a personal award!
You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!