আসলেই জগতে কে সুখে আছে

in #money4 years ago

টাকায় সুখ দিয়েছে কয়জনকে ? জীবনে সফলতা মানেই কি সুখ ?
একটা জীবনে সুখী হয়ে মারা গেছে ক-জন !!
#সুখী দেখেছিলাম আমার এলাকার রুস্তম পাগলাকে;
সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো !! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই !! আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে নান। আমরা কখনো পরিপূর্নভাবে সুখীও হতে পারি না ।।
সুখ খুজতে বিশ্বব্রহ্মাণ্ড ঘোরা লাগে না কোটি কোটি টাকা লাগে না, অনুস্কা, ক্যাটরিনা বা দিপিকার মত সুন্দরী স্ত্রী লাগে না, লাগে শুধু মনের মিল, পরস্পরকে বোঝার ক্ষমতা, আর ক্ষমার মানসিকতা; তাহলে সুখ অনিবার্য । আর জেদ ধ্বংস করে সম্পর্ক, সেখানে জিতে যায় দুজনেই, আর হেরে যায় ভালোবাসা ।।
বাস্তবতাগুলো বড় ফ্যাকাশে,স্বপ্নের মতো রঙিন হয় না।