ছাগল খুঁজে বের করল কলেজ শিক্ষিকার সম্পদের পাহাড়!

গাজীপুরের পবাইলে প্রায় ৬০ বিঘা জমির উপর আপর ভূবন পিকনিক এন্ড শ্যুটিং স্পট, ঝঁপড়ি বাঁশের ঘর থেকে আধুনিক কনফারেন্স হল, আমবাগান থেকে সুবিশাল ডাইনিং স্পেস, খেলার মাঠ সহ একান্ত সময় কাটনোর ব্যবস্থা সবই মিলে এখানে । বিলাসবহুল এ পার্ক গড়ে তুলেছেন মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকী। অভিযোগ রয়েছে পরিবাারের সদর্দের নামে ৩৫ বিঘা জমি কিনলেও বাকী ২৫ বিঘা দখণ করে নেন লাকী মতিউর দম্পতি। অভিযোগ আছে সাবেক কলেজ শিক্ষিকা লাকীর স্বামী প্রভাব খাটিয়ে প্রথমে জমি ভাড়া নিলেও পরে জাল দলিল করে তা দখণ করে নিতেন। তবে পুবাইলের আপন ভূবনের নামে জমি দখলের অভিযোগ অ্স্বীকার করে রিসোর্ট কর্তৃপক্ষ। এই রিসোর্ট ছাড়াও গাজীপুরের পুবাইলে খিলগা মোজায় মেতিউর এর পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমান জমি থাকার কথা জানান স্থানীয়রা। টঙীতে এসকে ট্রিমস এন্ড ইন্ডাষ্টীজ নামে ও শিল্প প্রতিষ্ঠানটি মূলত মতিউর রহমানের। প্রশাসনের নজর এড়াতে কাগজপত্রে তার ভাই কাইয়ুম হাওলাদার এবং দ্বিতীয় স্ত্রী শাম্মীর নাম দেখানো হয়েছে।