মিথ্যাবাদী হওয়ার কুফল

in #motivation7 years ago

বিশ্বাসযোগ্যতা

Scout Attacked by a Tiger.jpg
source
আমরা সেই মেষপালকের গল্প জানি যে নেকড়ে বলে চিৎকার করে গ্রামের লোককে ডেকেছিল।সে আসলে গ্রামবাসীদের নিয়ে মজা করতে চেয়েছিল।তার ডাকে গ্রামবাসীরা তার সাহায্যের জন্য এসে দেখল,নেকড়ে নেই এবং ছেলেটি তাদের দেখে উপহাস করল ।গ্রামবাসীরা ফিরে গেল ।পরদিনও ছেলেটি একই মজা করল ।
তারপর একদিন যখন সত্যিই নেকড়ে বাঘ দেখল তখন সাহায্যের জন্য চিৎকার করল ।গ্রামের মানুষ শুনল কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে এল না ।তারা এটি ছেলেটির একটি কৌশল মনে করল,ছেলে টিকে আর কেউ বিশ্বাস করল না ।

এই গল্পটির নীতিশিক্ষা হল-

  • মিথ্যা বললে বিশ্বাস যোগ্যতা নষ্ট হয়
  • একবার বিশ্বাসযোগ্যতা নষ্ট হলে সত্য বললেও কেউ বিশ্বাস করে না

অপরদিকে সত্যকে দুই ভাবে বিকৃত করা যেতে পারে-

  • অসম্পূর্ণ ঘটনা এবং তথ্যের মাধ্যমে
  • অতিরন্জিত করার মাধ্যমে

তাই আমাদের সকলকে যেকোনো পরিস্থিতিতে সত্যবাদী হওয়া উচিত ।