Chalak tumi || চালাক তুমি || Arnob || Lyrics

in #music7 years ago

চালাক তুমি - অর্ণব
Chalak tumi - Arnob (Lyrics)

চালাক তুমি, ছল করে তাই,
দিচ্ছ ফাকি আমায় ।
হে , আমার মধ্যে, আটকে আমি
যাচ্ছে চলে হে সময় ।

হুরমুরিয়ে সব কিসের তাড়ায়
মরছি ছুটে সবাই ।
ভিড়ছি দলে ভাবছি না তো
তোমার কাছে কি চাই?
চালাক তুমি, ছল করে তাই,
দিচ্ছ ফাকি আমায় ।
হে , আমার মধ্যে, আটকে আমি
যাচ্ছে চলে হে সময় ।

ছাই হয়েছে ভাবনা অনেক,
মন দিতে চায় পারি ।
দূরেই দূরে থাক তুমি,
তোমার সাথে আড়ি ।।
বাড়ি গাড়ি, ব্যস্ত শহর,
কলের মধ্যে কল ।
দ্রুব তাঁরা মোর করল চুরি, ওই
কালো ধোঁয়ার তল ।

ছল করে তাই, হচ্ছ বোকা ,
থাকছ একা একা ।
অনেক কথায় রইল জমে ।
বলব হলে দেখা । ।।

Visit Our YouTube Channel For More Lyrical Songs: https://www.youtube.com/channel/UCGjYmvmcdI3G55mma1wyYpg

Important: We don't own anything. All credits go to the right owners. No copyright intended. We are using steemit for marketing purposes of our website and YouTube.