ভিতর কান্দে সখি আমার, তোমার লাগি দেখলা না।
আর কত কাল রাখবা তোমার মন
বিবাগী বুঝলাম না। তোমার মনের মনি কোঠায় দাওনা আমায়
একটু ঠাঁই।(২)
মন আর মানে না।
ভিতর কান্দে সখি আমার, তোমার
লাগি দেখলা না।
আর কত কাল রাখবা তোমার মন বিঁবাগী বুঝলাম না।
মনের মন্দিরে, তোমারই পূঁজা।
দিবা নিশিতে তোমাকে খোঁজা।(২)
তোমাকে ডাকা, যতনে রাখা।
তুমি ছাড়া পাগল পারা।
মন উদাসী তুমি জানো না। ভিতর কান্দে সখি আমার, তোমার
লাগি দেখলা না।
আর কত কাল রাখবা তোমার মন
বিবাগী বুঝলাম না।
চোখের আড়শীতে তোমারই যে বাস,
তোমারই সে প্রেম মনে করি চাষ।(২)
সজনী হয়ে পাজর ছুয়ে,
তুমি তুমি তোমাকে চাই
তুমি হীনা বাঁচি না।(২)
ভিতর কান্দে সখি আমার, তোমার
লাগি দেখলা না।
আর কত কাল রাখবা তোমার মন বিবাগী বুঝলাম না।
তোমার মনের মনি কোঠায় দাওনা আমায়
একটু ঠাঁই।
মন আর মানে না।
ভিতর কান্দে সখি আমার, তোমার
লাগি দেখলা না। আর কত কাল রাখবা তোমার মন
বিবাগী বুঝলাম না।
তোমার মনের মনি কোঠায় দাওনা আমায়
একটু ঠাঁই।
মন আর মানে না।
ভিতর কান্দে সখি আমার। তোমার লাগি দেখলা না,
আর কত কাল রাখবা তোমার মন
বিবাগীঁ.....