স্বপ্নের সাথে আড়ি

in #my3 years ago

একটা একটা ক্ষণ গুনি
গুনতে গুনতে খিস্তি খেয়ে দেই হামাগুড়ি
স্বপ্নের সাথে আড়ি- তাই স্বপ্নের সাথে আড়ি।
তোমার বেলায় যাবে না খেলা
আমার বেলায় শুধুই হেলা
এ কেমন বাড়াবাড়ি?
স্বপ্নের সাথে আড়ি- তাই স্বপ্নের সাথে আড়ি।

বরফগলা শীতল পাহাড়
তা ধুয়েই ঝর্ণার বাহার
তবুও ঝর্ণা অহংকারী
স্বপ্নের সাথে আড়ি- তাই স্বপ্নের সাথে আড়ি।
দিতে দিতে দেউলিয়া আমি
নিতেও তো দেখি কৃপণ তুমি
তবু তোমারই বাহাদুরি
স্বপ্নের সাথে আড়ি- তাই স্বপ্নের সাথে আড়ি।

জলের মাঝে পদ্ম ভাসে
বুঝে সে জলে বাঁচে
প্রশংসা শুনে তবুও হাসে
এ তো নেহায়েত জারিজুরি
স্বপ্নের সাথে আড়ি- তাই স্বপ্নের সাথে আড়ি।
যদিও তুমি তো নও আকাঙ্খিত
স্বপ্ন আঁকি আমি অগণিত
কিছু আছে উচ্চারিত
আবার কিছু অনুচ্চারিত
তবে আমি কি স্বপ্নচারী?
স্বপ্নের সাথে আড়ি- তাই স্বপ্নের সাথে আড়ি।

তুমি হয়তো ভাবো স্বল্পদৈর্ঘ্য
কিন্তু আমি যে দেখি পূর্ণদৈর্ঘ্য
ভাবনা আমারও আছে আড়াআড়ি
কারণ বিদায়ে তোমার বড্ড তাড়াতাড়ি
স্বপ্নের সাথে আড়ি- তাই স্বপ্নের সাথে আড়ি।
স্বপ্ন দেখাও স্বপ্নে ভাসাও
ইচ্ছের বাহিরেও দেখাতে চাও
তবে কেন শুনতে না চাও
এ কেমন লুকোচুরি?
স্বপ্নের সাথে আড়ি- তাই স্বপ্নের সাথে আড়ি।
FB_IMG_1625727962885.jpg