আমার প্রথম বাংলা ব্লগ

হাই,আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা।বর্তমানে একটা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র।আর পাঁচজনের মত আমিও ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম জন্য খোঁজ করতে করতে এই ওয়েবসাইটের নামটা খুঁজে পেলাম।সেই সঙ্গে নিজের মনের কথা লেখার জন্য একটা অনলাইন পোর্টাল পেলাম ,এই কনসেপ্টটা বেশ পছন্দ হল আমার।আমি অনেক ছোট থেকে ডাইরি লিখতাম।প্রতিদিন ডাইরি লেখাটা একটা নেশার মত ছিল কিন্তু শেষ প্রায় 5-6 বছর ডাইরি লিখিনা।এই ওয়েবসাইটের মাধ্যমে যদি আবার সেই পুরোনো অভ্যেস কে জাগিয়ে তুলতে পারি তাহলে খুব ভালো লাগবে।
ডাইরি আমি রেগুলার লিখতাম ঠিকই কিন্তু যেদিন আমি মন খারাপ থাকত সেইদিন গুলো অনেক বেশি লিখতাম।কি কারণে মন খারাপ,কেন এরকম হল।তাতে মন অনেক ভালো হয়ে যেত।মনে হয় অন্তত কাওকে নিজের মনের কথা তো খুলে বলতে পারছি।ঠিক তেমনি এই প্লিটফর্মের ব্যাপারে অনেক আগে শুনে থাকলেও আজ লেখা শুরু করলাম তার পেছনে কারণটাও সেই মন খারাপই।
আমার জীবনটা আর পাঁচজনের মতোই,আলাদা কিছু নয়,তার পরও অমর জীবনে কিছু অসাধারন ঘটনা ঘটেছে।অসাধারন কিছু ঘটনার সাক্ষী আমি।সেগুলো এইবার থেকে এই প্লাটফর্মে শেয়ার করতে চাই এক এক করে।আজ খুব বেশি কিছু বলব না,শুধু নিজের একটা পরিচয় দিয়েই শেষ করব,কারণ 4 দিন পর পরীক্ষা,পড়াশোনা করতে হবে।

আমি একটা বাঙালি মুসলিম ফ্যামিলিতে বড় হয়েছি।কোনো রকম ধর্মীয় গোঁড়ামিতে বড় হয়নি।আমার আব্বা একজন হাইস্কুল শিক্ষক ছিলেন,এখন retired person, তিনি রাজনীতি করতেন।ছোট থেকেই রাজনৈতিক পরিকাঠামোর মধ্যে মানুষ হয়েছি।আব্বা কে জেল খাটতেও দেখেছি।2016-2021 অব্দি উনি আমাদের এলাকাতে বিধায়ক ছিলেন।
মা গৃহিণী ছিলেন,মা কে নিয়ে বলতে গেলে alada kore ba special কিছু বলার নেই,অথচ মা কে নিয়ে আবেগ অসম্ভব।এটা মায়দের পক্ষেই সম্ভব।বাহ্যিক জীবনের achievement বলতে তেমন কিছু নেই অথচ চোখ বন্ধ করলে মা ছাড়া যেন কেউই নেই।
ক্লাস টেন অব্দি বাড়িতেই পড়াশোনা করি।তার পর আল আমিন মিশন এ চলে যায়।এই যে বাড়ি থেকে বেরোলাম তার পর আর স্থায়ী ভাবে আর বাড়ি ঢোকা হয়নি।কোনো দিন হবে কিনা জানিও না।ছুটিতে বাড়ি যায় কদিন থেকে চলে আসি।আর সত্যি বলতে বাড়িতে এখন বেশি দিন থাকতেও পারিনা।বেশি দিন থাকলে দম বন্ধ হয়ে যায়।বয়সের দোষ হতে পারে হয়ত।
তো ক্লাস 10 এর পর মিশন গেলাম।সেখান e ভয়ংকর বজ্র কঠিন শাসন।
এর মাঝে প্রেমেও পড়েছি।টানা 7 বছর প্রেমও করেছি।সেই প্রেম ভেঙ্গেও গেছে।এসবই হয়ত লিখব আস্তে আস্তে,কি ভাবে কি হল।
জীবনের প্রথমদিকে মোটামুটি মেধাবী ছাত্র হওয়া সত্বেও 4 বছর লেগে গেল ডাক্তারিতে চান্স পেতে।
আজ সেই চার বছর পর ডাক্তারির ফাইনাল পরীক্ষার আগে এই সব লিখছি।
আমার পুরোনো ডাইরির পেজগুলো মাঝে মধ্যে খুললে বুঝতে পারি ,ডাইরিতে আমার মন খারাপের দিন গুলোই স্পস্ট লেখা আছে।খুশির দিন গুলো ঝাপসা।
যাইহোক চেষ্টা করব এই প্লাটফর্মে এসে লিখে যাওয়ার।তবে যদি সম্পূর্ন অচেনা ব্যাক্তি হিসেবে লিখে যেতে পারতাম তবে অনেক বেশি কিছু লেখা যায়।তাতে মনের কথা খুলে বলে যায়।অনেক না বলা কথা বলা যায়।
ক্ষমা করবেন অমর লেখন ভঙ্গির জন্য,কিন্তু অমর লেখা এরমই অগোছালো।