৩০০ জন শিশুকে হত্যাকারী। সেই কলম্বিয়ান সিরিয়াল কিলার লুইস গারাভিত।

in #mystery2 years ago

বন্ধুরা সাইকো কিলার বা সিরিয়াল কিলারদের আমরা সবাই কম বেশি টিভি-সিনেমায় দেখেছি এবং তাদের নিষ্ঠুরতা ও পাশান রিদয় সম্পর্কে আমরা সবাই অবগত।

কিছু কিছু সিনেমায় সাইকো কিলারদের এমন রিয়েলিস্টিক ভাবে তুলে ধরে যে তাদের দেখলেই ভয়ে গা ছম ছম করে ওঠে, এবং একটি কথা বার বার মনে আসে যে মানুষ কি আসলেই এতটা নিষ্ঠুর বা পাশান হতে পারে?

তাহলে আপনি হয়'ত লুইস গারাভিতো সম্পর্কে এখনো জানেন না।

লুইস গারাভিতো তাকে অনেকেই অনেক নামে চেনে থাকে তবে তার প্রধান পরিচয় দিতে গেলে তিনি একজন কলাম্বিয়ান সিরিয়াল কিলার, তিনি ১৯৯২ থকে ১৯৯৯ এর মধ্যে ৩০০ টির বেশি শিশু হত্যা করেছেন, আদালতে তার শিকারক্তি অনুযায়ী ১৩৮ জন তবে পুলিশদের অনুযায়ী ৪০০ জনের মত। এবং তার ভিক্টিমরা ছিল ৬-১৬ বছরের শিশু-কিশোর।

তিনি খুব নির্মম ভাবে শিশুদের হত্যা, নির্যাতন ও ধর্ষন করত তার এই হত্যা জগ্গের বর্বরতা মধ্যে যুগিয়ো বর্বরতাকেও হারমানায়। তিনি বাচ্চাদেরকে এমন নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা ও নির্যাতন করত যা আপনার রুহুকে কাপয়ে তুলবে। পুলিশদের অনুযায়ী কিছু কিছু লাশ এমন পায়া গেছিলো যাদের যৌনাঙ্গ কেটে মুখের ভোরে দেওয়া এবং দেহ শরীর থেকে শিরবিচ্ছিন্ন করা এবং অনেক শিশুদের হত্যার পর পুড়িয়ে ফেলা হয়েছে।

১৯৬০ দশকের শেষের দিকে শুরু হওয়া প্রায় এক দশকের গ্রীহ যুদ্ধের পর কলম্বিয়ার অনেক মানুষ গ্রীহহীন হয়ে পড়ে, এবং অনেক মানুষ নিখোঁজ হয়ে পড়ে এটার ফায়দা নিয়ে গারাভিতো নিজের হত্যা লিলায় মেতে উঠে সে ঐ সকল শিশুদের শিকার করত যারা রাস্তায় সাহায্যর জন্য আসত এবং যাদের খোজ খবর নেয়ার মত কেউ ছিলো না, সে তাদের খাবার বা চাকুরির প্রলোভন দেখিয়ে শহর থেকে দুরে নিয়ে আসত তার হত্যার জন্য একটি নিরাপদ স্থানে নিয়ে তাদের আক্রমন করত। তার এই নির্মম হত্যাকান্ড দীর্ঘ ৮-৯ বছর চলে।

১৯৯৭ সালে পুলিশ একটি গনকবর খুজে পায় যেটা গারাভিতো তৈরি করেছিলো এবং আরো কিছু সূএের মাধ্যমে কলাম্বিয়ান পুলিশ গারাভিতোকে ধরতে সক্ষম হয়। এবং গারাভিতো তার গোনাহ্ কবুল করে এবং পরবর্তীতে তিনি ঐসকল গনকবর ও লাশগুলো খুঁজেবের করতে সাহায্য করে।

কলাম্বিয়ার আইন অনুযাই হত্যার শাস্তি ১৩ বছরের কারাবাস সুতরাং তার হত্যা কান্ডের জন্য ১,৮৫৩ বছর ৯ দিন শাস্তি পাওয়ার কথা এবং যে সকল হত্যাকারি শিশু হত্যা করে তাদের নূন্যতম ৬০ বছর কারাগারে থাকতে হবে, তবে পুলিশের হাতে জিম্মি হওয়ার পর পুলিশকে সেই সব কবর ও লাশ খুজতে সাহায্য করায় তাকে মএ ২২ বছরের শাস্তি দেয়া হয়, যেটা আমার মতে এমন একজন মানুষের জন্য অনেক কম।

আপনারাই বলুন এমন একজন মানুষের শাস্তি কি হওয়া উচিৎ যে অসহায় শিশু-কিশোরদের নির্মম ভাবে হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে?
আমার মতে অবশ্যই তার একমাত্র শাস্তি মৃত্যু দন্ড হওয়া উচিৎ ছিল।