প্রকৃতির অপরূপ দৃশ্য।

in #nature17 days ago

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।

IMG_1366.jpeg

ঈদ চলে গেছে। ঈদের আমেজ ও শেষ হয়ে গিয়েছে। এখন সবাই সবার মত কর্মজীবনে ব্যস্ত হয়ে গিয়েছে। আমিও আমার কর্ম জীবনে ব্যস্ত হয়ে পড়েছি।

প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষ করলাম। এরপর সবকিছু গুছিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে পড়লাম। আমার মোটরসাইকেলের তেল কম ছিল। এজন্য পাম্পে গেলাম। পাম থেকে মোটরসাইকেলের জন্য তেল কিনলাম।

IMG_1748.jpeg

তেল কিনার অল্প কিছুক্ষণের মধ্যেই আমার ব্যবসা প্রতিষ্ঠানে চলে আসলাম। এরপর ব্যবসায়িক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করলাম। গতকালকের টুকটাক কিছু ব্যবসাহিক হিসাব ছিল সেগুলো শেষ করলাম। আমার প্রতিষ্ঠানের সামনেই একটি চায়ের টং দোকান আছে। চায়ের টং দোকানে গিয়ে এক কাপ গরম রং চা খেলাম আমার রং চা খেতে খুব ভালো লাগে। রং চা খেলে মানব দেহের হার্ট এর খুব উপকার হয়। ব্যক্তিগতভাবে আমার চা খেলে নিজেকে অনেক সতেজ ও মাইন্ড ফ্রেশ লাগে।

IMG_1374.jpeg

ঈদের পরে বলে আমার ব্যবসায়িক কাজকর্ম একটু কম। বসে থেকে ভালো লাগছিল না বিধায় আশেপাশে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আমার প্রতিষ্ঠানের পাশ দিয়ে বয়ে গিয়েছে একটি বাওড়। এই বাওড় টি অনেক বড় এবং কয়েকটি গ্রাম নিয়ে বিস্তৃত।

IMG_1570.jpeg

এই বাওড়টি ঝিনাইদহ জেলার অন্তর্ভুক্ত কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার কয়েকটি গ্রাম নিয়ে। যেহেতু এই বাওড়টি কয়েকটি গ্রাম নিয়ে অবস্থিত তাই স্থানভেদে এই বাওড়ের নাম ও আলাদা আলাদা। কেউ বলে বলুহর এর বাওড়,কেউ বলে বজ্রাপুরের বাওড়, কেউ বলে সিঙ্গিআর বাওড়,কেউ বলে রহমতপুরের বাওড়। এই বাওড়ের অনেক জানা-অজানা ইতিহাস রয়েছে। এক সময় এই বাওড়ে বড় বড় লঞ্চ, স্টিমার, বড় নৌকা চলাচল করতো। কালের বিবর্তনে এগুলো সব হারিয়ে গিয়েছে।

আমি বাওড়ের এর পাড়ে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। এইরকম প্রাকৃতিক সৌন্দর্য শুধুমাত্র গ্রামীণ পরিবেশেই পাওয়া যায়। ইট পাথরের যান্ত্রিক শহরে এইরকম প্রাকৃতিক দৃশ্যের দেখা খুবই দৃঢ়। আমি বাওড়ের পাড় ধরে একটু হাঁটলাম। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম এবং প্রাকৃতিক দৃশ্যের কিছু ফটোগ্রাফি করলাম। এইভাবে প্রকৃতির সান্নির্থে যেয়ে প্রকৃতিকে উপভোগ করে আমার নিজেরও মন মাইন্ড ফুল ফ্রেশ হয়ে গিয়েছে। প্রকৃতির ছবিগুলো নিচে দেওয়া হল।

IMG_1572.jpeg

IMG_1569.jpeg

IMG_1567.jpeg

IMG_1568.jpeg

IMG_1571.jpeg

প্রিয় বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @najmulislam10,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community