World News Bengali ' যুক্তরাষ্ট্রের চাপ বন্ধ না হলে বৈঠকে বসবে না উত্তর কোরিয়া'

in #news7 years ago

worldnewsbengali.png

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিলের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। পারমাণবিক অস্ত্র পরিত্যাগে যদি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্তর কোরিয়াকে চাপ দেওয়া হয়, তবে ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছে পিয়ংইয়ং।

আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, আগামী ১২ জুন ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বৈঠক হওয়ার কথা। উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে প্রস্তুত—এ কথার পরেই ট্রাম্প ওই বৈঠকে বসতে রাজি হন। তবে আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় ক্ষিপ্ত হয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা থেকে সরে গেছে দেশটি।

উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী কিম কে গউনের বরাতে উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যমে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র যদি আমাদের কোণঠাসা করে এবং পারমাণবিক অস্ত্র প্রত্যাহারের একতরফা দাবি করে, তবে তাদের সঙ্গে কথা বলার কোনো আগ্রহ আমাদের নেই। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার বৈঠকের বিষয়টি পুনর্বিবেচনার দরকার হবে।’

কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাতে সিএনএন বলছে, পারমাণবিক কর্মসূচি বাদ দেওয়ার বদলে যুক্তরাষ্ট্রের আর্থিক সাহায্য কখনো গ্রহণ করতে সম্মত হবে না উত্তর কোরিয়া।

দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পারমাণবিক কর্মসূচি বাদ দেওয়ার বদলে যুক্তরাষ্ট্র তাদের আর্থিক পুরস্কার ও সুবিধা দেওয়ার কথা বলেছে। কিন্তু তাঁরা তাদের অর্থনীতি যুক্তরাষ্ট্রের দয়া-দাক্ষিণ্যে চলবে—এমন করে তৈরি করেননি। ভবিষ্যতে এমন কোনো চুক্তিতে সই করবেন না তাঁরা।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম বলেছেন, ট্রাম্প প্রশাসন যদি সত্যিকার অর্থে পিয়ংইয়ংয়ের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায়, তবে তার উপযুক্ত প্রতিক্রিয়া দেখানো হবে। কিন্তু তারা যদি কোণঠাসা করতে বা পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার জন্য জোর করে, তবে তাদের সঙ্গে কথা বলার আগ্রহ নেই।

কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ করা যাচ্ছিল। বিশেষ করে কিমের দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের সঙ্গে করমর্দনের পর সম্পর্ক সঠিক পথেই এগোচ্ছিল বলে মনে করা হচ্ছিল। তবে আজ আবার দুই দেশের মধ্যে সম্পর্ক নাটকীয় মোড় নিয়েছে। দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক বন্ধ করেছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বার্ষিক ‘ম্যাক্স থান্ডার’ নামে বিমানবাহিনীর মহড়া নিয়ে আপত্তি করেছে উত্তর কোরিয়া। অনেক দিন ধরে এ ধরনের মহড়ার বিরোধিতা করে আসছে দেশটি।