পদ্মাসেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু মে মাসে

in #news7 years ago

আগামী মাসে শুরু হচ্ছে পদ্মাসেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ। এ ব্যাপারে ২৮শে এপ্রিল চীনের সঙ্গে ঋণ চুক্তি হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এক সেমিনারে রেলমন্ত্রী একথা জানান। ২০১৬ সালের তেসরা মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের সভায় ৩৪ হাজার ৯শ ৮৮ কোটি টাকার এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। শুরুতে পুরো টাকা চীনের এক্সিম ব্যাংক থেকে দেওয়ার কথা ছিল। কিন্তু, ব্যাংকটি ২৪ হাজার ৭শ ৪৯ কোটি টাকা ঋণ দিতে সম্মত হয়। এরপর ঋণচুক্তি সংক্রান্ত জটিলতা দেখা দেয়।

এদিকে পদ্মা সেতুর প্রায় ৫০ শতাংশ কাজ শেষ হলেও, চুক্তি সংক্রান্ত জটিলতায় রেল প্রকল্পের কাজ পিছিয়ে যায় ২ বছর। এবার, জিটুজি পদ্ধতিতে সিআরইসি নামের চীনের একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি এ প্রকল্পে অর্থায়ন করছে বলে জানান রেলমন্ত্রী। প্রথম ধাপে গেণ্ডারিয়া থেকে মাওয়া পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে।