'মা'
মা যেমন সন্তান জন্ম দেয় তেমনি সন্তানও জন্ম দেয় তার মা কে।
বিশেষ করে প্রথম সন্তান। সে জন্ম নেবার আগে তার মা কিন্তু ' মা' ছিল না। হয়ত কারো কন্যা ছিল, প্রিয়তমা ছিল, বোন কিংবা স্ত্রী ছিল।
আপনি যদি প্রথম সন্তান হয়ে থাকেন তাহলে আপনিও প্রথম জন্ম দিয়েছেন আপনার মা'কে। তাকে গিয়ে বলে আসতে পারেন, আমি না থাকলে তোমার ( মা স্বত্বা) হয়তবা জন্মই হত না !!
valo
You got a 29.07% upvote from @moneymatchgaming courtesy of @purbasa! Please consider upvoting this post to help support the MMG Competitive Gaming Community.
Valo to bulcen