চাণক্য শ্লোক বাংলা: ১০৭: মোরগের কাছে শিক্ষা

in #palnet5 years ago (edited)

::::::::::::::১০৭ মোরগের কাছে শিক্ষা::::::::::::::::

প্রত্যুষে শয্যা ত্যাগ শত্রু সাথে রণ।
মিত্র জন সাথে করে একত্রে ভোজন।।
স্ত্রীর আপদে করে প্রানপন রক্ষা।
চারি গুন মোরগ হতে লইবে শিক্ষা।।

বঙ্গানুবাদ: মোরগের কাছ থেকে মানুষ চারটি বিষয় শিক্ষা গ্রহণ করতে পারে। যেমন - অতি প্রত্যুষে নিদ্রা ত্যাগ , যুদ্ধের জন্য তৈরী থাকা, বন্ধুদের মধ্যে সম বণ্টন করে দেওয়া এবং নিজেই আক্রমণ করে নিজে ভোগ করা।


cock-1508032_640.jpg


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg