চাণক্য শ্লোক বাংলা: ১০৯: অমূলক চিন্তা

in #palnet5 years ago (edited)

:::::::::::::::::::১০৯ অমূলক চিন্তা:::::::::::::::::::::

বিজ্ঞ মানুষ যদি ধনহীন হয়।
মূর্খের পণ্ডিত বন্ধু যদি কভু রয়।।
পুত্র আর পৌত্রবতী বিধবার তরে।
অমূলক এদের লাগি কেবা ভেবে মরে।।

বঙ্গানুবাদ: বিজ্ঞ মানুষ যদি নির্ধন ও হয়ে থাকে , তার জন্য চিন্তিত হওয়া উচিৎ নয়। মূর্খের যদি পণ্ডিত বন্ধু থাকে , তার জন্য ভাবনা করাও অমূলক। পুত্র ও পৌত্রবতী বিধবা নারীর জন্য কেউ দুঃখিত হয় না।


candle-1281245_640.jpg


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg