চাণক্য শ্লোক বাংলা: ১১১: বঞ্চিত

in #palnet5 years ago (edited)

::::::::::::::১১১: বঞ্চিত::::::::::::::::

চাকর পায়না কভু কোনো সম্মান।
কখনো হয়না সুখী কুটিলের প্রাণ।
দুর্মুখের নাহি মেলে প্রীতির আসন।
খলের সাথে মিত্রতা না হয় কদাচন।

বঙ্গানুবাদ: ভৃত্ত অর্থাৎ চাকর কখনো কারো কাছে সম্মান পায়না। কোপন স্বভাবসম্পন্ন মানুষ কখনো কোনোদিন সুখী হয়না। কটূভাষী মানুষের সাথে কখনো কারো প্রীতির সম্বন্ধ গড়ে ওঠে না। খল স্বভাবযুক্ত ব্যক্তির সাথে কখনো কারো বন্ধুত্ব হয়না।


clown-458620_640.jpg


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg