চাণক্য শ্লোক বাংলা: ১১৭: অযোগ্যের পরিনাম

in #palnet5 years ago (edited)

::::::::::::::১১৭: অযোগ্যের পরিনাম::::::::::::::::

অনভিজ্ঞ জনে রাজ্য করিলে অর্পণ।
তিন দোষে রাজা তবে ভাগিদারী হন।
অযশ অধর্ম আর হয় অর্থনাশ।
সুনাম না রয় তার হয় নরকবাস।

বঙ্গানুবাদ: অনভিজ্ঞ ব্যক্তিকে রাজ্যের ভার সমর্পন করলে অপযশ , অধর্ম ও অর্থনাশ হয়ে থাকে। ফলে এই তিনটি দোষের কারণে রাজা দূষণীয় হয়ে নরকে গমন করেন।


stupid-1245103_640.jpg


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg