চাণক্য শ্লোক বাংলা: ১১৮: ধনীর মর্যাদা

in #palnet5 years ago (edited)

::::::::::::::১১৮: ধনীর মর্যাদা::::::::::::::::

ব্রহ্মঘাতি হয়ে যদি থাকে ধনবান।
তবুও সকলে তারে করে সম্মান।
চন্দ্রের ন্যায় বংশজাত যদিও সে হয়।
ধন না থাকিলে তার সম্মান না রয়।

বঙ্গানুবাদ: ধনবান ব্যক্তি যদি ব্রহ্ম হত্যার ন্যায় পাপকর্ম করে থাকে , তবুও লোকে তাকে সম্মান করে। কিন্তু চন্দ্রের মতো পবিত্র বংশে জন্মলাভ করেও যে ব্যক্তি অর্থহীন হয় , তাকে কেউ সম্মান দেয়না।


frog-1234781_640.jpg


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg

Sort:  

Stop Auto voting on my every post

OK... No Problem

Thank you