Flower photography of mine
আজকে সবার সুস্থ থাকার নতুন শেয়ার করতে চাই আশা করছি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা চলবে।।আজকের কথা না বাড়ি নতুন একটি পরিষ্কার করতে যাচ্ছে চলুন শুরু করি।
এই অভিজ্ঞতাগুলি তাদের বিশ্বদর্শন এবং মোকাবেলা করার প্রক্রিয়াগুলিকে গঠন করতে পারে, যা তাদের আত্ম-সংরক্ষণ বা অমীমাংসিত ব্যথা প্রকাশের মাধ্যম হিসাবে ক্ষতিকারক আচরণ গ্রহণ করতে পরিচালিত করে৷ মনস্তাত্ত্বিক ব্যাধি: কিছু মানসিক ব্যাধি, যেমন নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, অসামাজিক ব্যক্তিত্বের ব্যাধি বা সাইকোপ্যাথি হতে পারে৷ ক্ষতিকারক আচরণের বিকাশে অবদান রাখে।
প্রতিনিয়ত আমি বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত হওয়ার কথা আছে এবং চেষ্টা করব বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে। আজকের বিষয় আপনারা অবশ্যই এতক্ষণ অবগত হয়ে গিয়েছেন যে বিষয়ে কোন বিষয়ে প্রাধান্যে উপস্থাপন করতে যাচ্ছি। ভালোলাগা বন্দোপাধ্যায়। তবে আমার মত করে আমি চেষ্টা করে যাচ্ছি তুলে ধরতে।
এই স্বার্থপরতা বিভিন্ন আকারে প্রকাশ পেতে পারে, ছোটখাটো দৈনন্দিন মিথস্ক্রিয়া থেকে গুরুত্বপূর্ণ জীবনের সিদ্ধান্ত পর্যন্ত। আগ্রাসন: এটি শারীরিক বা মানসিক হতে পারে। আক্রমনাত্মক ব্যক্তিরা অন্যদের উপর আধিপত্য বা নিয়ন্ত্রণ জাহির করার জন্য ধমক, ভীতি প্রদর্শন বা সহিংসতার অবলম্বন করতে পারে।
আসলে কিছু মানুষ অনেক খারাপ যারা প্রতিনিয়ত মানুষের খারাপ প্রতিনিধি মানুষকে কথা শোনায় আর তাদের শাস্তি দেওয়ার জন্য কিছু কিছু লোকেরা প্রয়োজন রয়েছে প্রতিবাদ না করলে আসলে শাস্তি দেওয়া সম্ভব না আর সঠিক জায়গায় প্রতিবাদ করা অনেক উচিত। আবার অনেকে রয়েছে সঠিক জায়গায় প্রতিবাদ করো না সেটাও খারাপ।
শতপতিকূলতা বেরিয়ে এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাই ভালো সুস্থ থাকবে আল্লাহ হাফেজ।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | ফটোগ্রাফি/ব্লগ |
---|---|
ফটোগ্রাফার | @jumtak |
ডিভাইস | Samsung Galaxy |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে আর কথা না বাড়িয়ে এই পর্যন্ত। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না আবার। আবার যেকোন সময় ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ছোট করে ও আমার মত করে আমার পরিচয়
*🥀🌹আমি জুমতাক হিমাদ্রি। আমি ঢাকায় বসবাস করি এবং আমি অবিবাহিত। আমি এইচএসসি দিয়ে বিদেশ চলে যাই।তারপর আর পড়া লেখা করার সুযোগ হয়নি। বর্তমানে বাংলাদেশে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং সর্বোপরি আমি সবসময় আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.