পুরী ভ্রমণ - পর্ব ০৫
কোনারক সূর্য মন্দির মিউজিয়ামে খুবই ভালো একটা সময় কাটিয়েছিলাম আমরা। সাধারণত সব পর্যটক আগে সূর্য মন্দির দেখে তারপরে মিউজিয়াম ভিজিট করে থাকেন, কিন্তু, আমি একটু উল্টো কাজ করলাম। আগে মিউজিয়াম দেখে পরে মন্দির দর্শন করেছি। কারণ, আগে যদি মন্দির সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যায় তবে মন্দিরে ভ্রমণের সময়ে এর স্থাপত্য এবং কারুকার্য ও মন্দিরের ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়।
কোনারক সূর্য মন্দিরের নির্মাণের প্রধান উপকরণ ছিল উড়িষ্যার বেলেপাথর এবং কঠিন ব্যাসল্ট পাথর। প্রকান্ড প্রকান্ড পাথর কেটে সেগুলোকে নানান আকারের মূর্তি ও কারুকার্য খচিত ব্লকে রূপান্তরিত করা হতো । পরে একটার পর একটা সজ্জিত করে একটা বৃহৎ কাঠামোয় রূপান্তরিত করা হয়। এই কাজে শ্রম প্রচুর এবং তদপেক্ষা দক্ষতা প্রয়োজন। ভাবতেই অবাক লাগে, শুধুমাত্র ছেনি-হাতুড়ি দিয়ে বিশালকায় এসব প্রস্তরখন্ড খোদাই করার কাজ সম্পন্ন করা হয়েছিল তখনকার দিনে। আধুনিক কোনো প্রযুক্তি জ্ঞান ছিল না, ছিল না কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি। তারপরেও অসম্ভব সূক্ষ্ণ সব কারুকার্যখচিত বিশালাকায় এই প্রস্তরনির্মিত সূর্য মন্দির স্থাপন করা হয়েছিল।
মন্দিরের এখনকার যে অংশটুকু বর্তমান সেটি কিন্তু মূল মন্দির নয়। এটি ছিল তখনকার মূল সূর্য মন্দির সংলগ্ন নাট মন্দির। মূল মন্দিরের গড়ন ছিল গৌড়ীয় ধাঁচের যেটি বারবার শত্রুর আক্রমণে আর লুণ্ঠনে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়। মাটির গভীর থেকে খননকার্য করে ইংরেজরা এই মন্দিরটিকে আবার পুনরুদ্ধার করে । যেহেতু কোনারক মন্দিরের সূর্যদেবের মূর্তি পুরীর সূর্য মন্দিরে প্রতিস্থাপন করা হয় তাই এই মন্দিরে পূজা- অর্চনা কয়েক শতাব্দী ধরে বন্ধ আছে।
মন্দিরটি এখন সম্পূর্ণরূপে ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের অধীনে। তাঁরাই মন্দিরের রক্ষণবেক্ষন করে থাকেন। এই মিউজিয়ামটিও তাঁদেরই। মিউজিয়ামের মধ্যস্থিত অসংখ্য মূর্তির অধিকাংশই ধ্বংসপ্রাপ্ত সূর্যমন্দির থেকে প্রাপ্ত, বাকিগুলো হলো রেপ্লিকা।
নৃত্যরত অপ্সরাদের মূর্তি। অপূর্ব শিল্প নৈপুণ্যের অনন্য উদাহরণ এই মূর্তিগুলি।
তারিখ: ৩১ ডিসেম্বর, ২০২৩
সময়: দুপুর ১২ টা ১৫ মিনিট
স্থান: কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।
বামনের দেহের উপরে নৃত্যরত হস্তিনী ও যক্ষের যুগল মূর্তি।
তারিখ: ৩১ ডিসেম্বর, ২০২৩
সময়: দুপুর ১২ টা ১৫ মিনিট
স্থান: কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।
সিংহের পিঠের উপর রাজা যুদ্ধাস্ত্র হাতে, আর সিংহের পায়ের কাছে শায়িত হস্তী।
তারিখ: ৩১ ডিসেম্বর, ২০২৩
সময়: দুপুর ১২ টা ২০ মিনিট
স্থান: কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।
শিবের বরাভয় মূর্তি।
তারিখ: ৩১ ডিসেম্বর, ২০২৩
সময়: দুপুর ১২ টা ২০ মিনিট
স্থান: কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।
বিষ্ণুর মৎস্য অবতার।
তারিখ : ৩১ ডিসেম্বর, ২০২৩
সময় : দুপুর ১২ টা ২০ মিনিট
স্থান: কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।
নৃত্যরতা অপ্সরা ও দেবীমূর্তি।
তারিখ: ৩১ ডিসেম্বর, ২০২৩
সময় : দুপুর ১২ টা ২৫ মিনিট
স্থান: কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।
ক্যামেরা পরিচিতি : iPhone 13
ক্যামেরা মডেল: Pro Max
ফোকাল লেংথ : ৫ মিমিঃ