ফেলে আসা দিন গুলো সব
ফেলে আসা দিন গুলো সব স্মৃতি পটে বেঁধে রাখা যাই যদি কিছু কামেরার ফ্রেমে বাঁধা থাকে কিছু ছবি । তা আবার ফিরিয়ে নিয়ে যাই ফেলে আসা দিনগুলোতে। মনে করিয়ে দেয় মানুষকে তার হারানো মুহূর্ত গুলো । জীবনের সুন্দর মুহূর্তগুলো ধারণ করে অনেক সময় আমরা আত্মতৃপ্তিতে থাকি । যা আমাদের জীবনকে আরও অর্থবহ করে তোলে।
