ভিন্ন ধরনের ক্যাকটাস গাছ।
অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
শুভ সকাল
ক্যাকটাস গাছ মূলত একটি ঔষধি গাছ বিভিন্ন রোগ এই গাছের পাতা বেঁটে খেলে নিরাময় হয় প্রাচীন যুগ থেকেই এই গাছের বহু ঔষধি গুনাগুন আমরা দেখতে পেয়েছি এই গাছগুলো অন্যান্য গাছের মতনই স্বাভাবিক পরিবেশে খুব ভালো বেড়ে উঠতে পারে।
গতকালকে যে ক্যাকটাস গাছ সম্পর্কে আপনাদের জানিয়েছিলাম সেগুলো দেখতে আকারে গোল আর এই গাছগুলো আকারে লম্বা এই গাছের শাখা প্রশাখা দেখতে ভারী সুন্দর লাগে কেননা এগুলো অনেক বড় বড় হয়ে থাকে।
এই গাছে খুব সুন্দর ফল হয় এবং সেগুলো খাওয়া যায় এই গাছের আদি নিবাস বেশি আনছো আফ্রিকাতে আফ্রিকার মরুভূমি অঞ্চলে এই গাছ বেশি দেখা যায় এছাড়াও অন্যান্য দেশেও এই গাছ তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে।
এই গাছের ছবি সংগ্রহ করছি একই জায়গা থেকে একই দিনে গতকালকে যে ক্যাকটাস গাছ ছবি আপনাদের কাছে শেয়ার করছিলাম ঠিক ওই একই স্থান থেকে। তো বন্ধুরা ক্যাকটাস গাছ ছবিগুলো আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন
Device | Name |
---|---|
Android | vivo Y15 |
Location | Malaysia 🇲🇾🇲🇾 |
Short by | @mdsahin111 |
https://w3w.co/mice.period.roofed
ঠিক বলেছেন ,এই ক্যাকটাস গাছের শাখা প্রশাখা গুলো দেখতে খুব সুন্দর লাগে। একটা সময় গেছে এই গাছগুলো আমি আমার বাড়ির আঙ্গিনায় লাগিয়ে রাখতাম । আমি এদের খুব পরিচর্যা করতাম।এই ক্যাকটাস গাছের ফল হয় এ কথাটা আমার আগে জানা ছিল না। আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম।এই গাছগুলো যখন নতুন শাখা মেলে তখন দেখতে ভীষণ সুন্দর লাগে।
যাই হোক, এই ক্যাকটাস গাছ সম্পর্কে বিস্তারিত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।