হারিকেন ‘ফ্লোরেন্স’
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ‘হারিকেন ফ্লোরেন্স’ আঘাত হেনেছে। ফ্লোরেন্সের আঘাতে হাজারো বাড়িঘর বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়ে। সমুদ্রের পানি উপকূলীয় এলাকার সড়কে চলে আসে। ফ্লোরেন্সের প্রভাবে শুরু হয় প্রবল বৃষ্টিপাত। কোথাও কোথাও দেখা দেয় বন্যা। এখন পর্যন্ত হারিকেন ফ্লোরেন্সের কবলে পড়ে ৪ জন নিহত হওয়ার খবর প্রকাশ করেছে বিবিসি অনলাইন।
নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন ঝড়কবলিত এলাকার মানুষ।
উদ্ধারকর্মীরা সাধারণ মানুষদের উদ্ধার করে নিয়ে যাচ্ছেন।
সড়কে কোমর পর্যন্ত পানি উঠে যায়।
ঝড়ে গাছপালা ভেঙে সড়কে পড়ে থাকে।