কিছু কথা যা মনের মাজে বাজে

in #photography6 years ago

একটা সময় ছিল দোয়াত (কুপি)র সামনে পড়তে বসে মাঝেমাঝেই ঘুমিয়ে পরতাম এবং স্বপ্ন দেখতাম দামী গাড়ী, দামী বাড়ী,টাকা পয়সা আবার অদ্ভুত কিছু দেখতাম।সেই কাল্পনিক কাহিনীর আলিফ লায়লার সিনবাতের অলৌকিক তরবারি,যাদুকর আক্কাসের মানুষ বন্ধী করা আয়না আমার হাতে, আবার দেখতাম নায়ক জসীমের মতো ৫ থেকে সাত মিনিট সামান্য ঠেলাগাড়ি চালিয়ে ফকির থেকে কোটিপতি হয়ে গেছি। স্বপ্ন দেখা ভালো কিন্তু অদ্ভুত কিছু নয়।এখন বারবার মনে হয় স্বপ্ন সময়টাই ছিল জীবনের চরম ভূলের একটি অংশ।ব্যর্থতাই সফলতা চাবিকাঠি বইয়ের ভাষায় যতোটা সহজ বাস্তবে তা মেনে নিতে অনেক কঠিন। অনেকের ভালো স্বপ্নও সঠিক রাস্তা থেকে লক্ষভুস্ট হয়ে নির্মম বাস্তবতার পানির স্রোতে পরে মারা যায়।

Sort:  

hi bro

@selimmiah, I gave you an upvote on your post! Please give me a follow and I will give you a follow in return and possible future votes!

Thank you in advance!