Photography on beautiful rural faces
বাংলার গ্রাম শান্তি দিয়ে ঘেরা, মমতাময়ী প্রকৃতি দিয়ে মোড়া। আজও গ্রামের মানুষ একত্রে মাঠে কাজ করে । পুরুষ ও মহিলা একত্রে মাঠে সারাদিন রোদ বৃষ্টি ভিজে মাঠে কাজ করে ।
বাংলার কৃষকদের জীবনযাত্রা খুবই সাদাসিধে সরলতায় মোড়ানো হৃদয় তাদের ।গ্রামের মায়াবী মন ভরানো গরুর দল ও পুরানো ঐতিহ্য কৃষির যন্ত্র দিয়ে আজও গ্রাম তার রূপকে ধরে রেখেছে। গ্রামের মানুষ সারাদিন মাঠে কাজ করে তারা একটা আত্মিক সুখ পাই।সোনালী মাঠের শোভা দেখে তাদের হৃদয়ের তৃপ্তি জাগে। দরিদ্রের সাথেও লড়াই করেও তারা প্রকৃতির সৌন্দর্য রূপ রসকে ধরে রেখেছে আমাদের মাঝে।
তারা সবাই মিলে হাড় ভাঙা পরিশ্রম করে সোনালী ধানের মুখ দেখে অনাবিল তৃপ্তি পাই। তাঁরা ভাবে হয়তো তাঁরা সুখের দিন দেখবে । ওই ধান নিজেরা মাড়াই করে ঘরে তোলে। নিজের জন্য কিছুটা রেখে বাকি ধান বাজারে বিক্রি করে সংসার চালায়।
আমি সেলুট জানাই ওই সমস্ত কৃষকদের তাঁরা রোদে পুড়ে অবিরাম খেটে চলেছে। যাদের মধ্যে দেশের অর্থনীতির ভীত অনেক দাঁড়িয়ে আছে। অথচ এরা সমাজে সামাজিক সম্মান থেকে বঞ্চিত।
গ্রামের সবুজ ফসলের অনাবিল দৃশ্য আমার মনকে মোহিত করে। গ্রামের ফসলের মাঠ গ্রাম্য প্রকৃতির অপরূপ নিদর্শন। বৈচিত্র্যময় ফসলের ক্ষেত গ্রামের মমতাময়ী শান্ত ,চমৎকার দৃশ্য দেখতে আমার কাছে স্বর্গীয় পারিজাত ফুলের বাগানের মতো লাগে। তাইতো আমি সব সময় গ্রামের শান্ত নিবিড় ফসলের মাঠের ছবি শেয়ার করি।
The profound scenes of the green crop of the village fascinate my mind. Village crop fields are the best examples of rural nature. I like the garden of the heavenly Paradise flower to see the peaceful, beautiful scenery of the diverse fields of village. So I always shared the pictures of the fields of the quiet intensive crop of the village.
The village of Bengal surrounded by peace , wrapped with maternal nature.
My eyes were overwhelmed by the beauty of the village, pleasant scenery.. There is no pair of agriculture to strengthen the foundations of the country's economy.
Farmers' role is very important to provide our daily necessities for living things.
today, people of the village work together on the field. Men and women work together on the field of wet sunshine all day long in the field.
They all worked hard to break bones and found satisfaction in seeing the face of the golden rice. They think they will see happiness days. The rice cooked itself in the house. Keeping something for yourself.
Place details ....
Village :Rudrapur
Post:Nabapally
Town: Barasat
District :North 24 Parganas
State : West Bengal
Country :India .
Capture details...
Phone camera: Mi.a1
Capture by simaroy(Siddhartha Roy)
Follow me @simaroy.
This post has been rewarded with 100% upvote from @indiaunited-bot community account. We are happy to have you as one of the valuable member of the community.
If you would like to delegate to @IndiaUnited you can do so by clicking on the following links: 5SP, 10SP, 15SP, 20SP 25SP, 50SP, 100SP, 250SP. Be sure to leave at least 50SP undelegated on your account.
Please contribute to the community by upvoting this comment and posts made by @indiaunited.
Hi @simaroy, your post has been upvoted by @bdcommunity courtesy of @priyanarc!
Support us by setting us as your witness proxy or delegating STEEM POWER.
JOIN US ON