আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার নিজের করা ফটোগ্রাফি।।। পর্ব- 138

আসসালামুআলাইকুম

হ্যাঁ। বলতে ভুলে গিয়েছিলাম। এই যুগে টেলিফোন নেই বাড়িতে এটা কেউ ভাবতে পারে? ভালই অ্যাপ্লাই করে দাও। এখন তো সস্তায় টেলিফোন পাওয়া যায়।'
ঠিক আছে ম্যাডাম।'
কথাটা বলে বেরিয়ে এল রঞ্জনা। এখন ঘড়িতে সাতটা বাজে। বাড়িতে নিশ্চয়ই কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। এক একজন এক একরকম করে ভাবছে। হরিপদ তখনও তার টেবিলে ছিলেন। কাছে বিয়ে রঞ্জনা বলল, 'কিছু মনে যদি না করেন তা হলে আমি যদি কাল সকালে ব্যাপরটা বুঝে নিই।' হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আজ তো রাত হয়ে গেছে।'
ব্যাগ গুছিয়ে নিয়ে সে যখন বেরিয়ে আসছে তখন বেয়ারাটা ছুটে এল, 'দিদি আপনার ফোন।
এসেছিল।' 'আমার? কে?' অবাক হল রঞ্জনা।
রঞ্জনা তাকাল, 'আপনারা কি আমাকে কোন করেছিলেন।'
'বলল বাড়ি থেকে। আপনি চলে গেছেন বলতেই লাইন কেটে দিল ভদ্রলোক।' বেয়ারা জানিয়ে
দিল। ভদ্রলোক। তা হলে কি সুবীর এর মধ্যে বাড়িতে ফিরে গেছে?

1733981674315.jpg

For work I use:


মোবাইল
Redmi Note 11s
ফটোগ্রাফার
@taskiaakther
লোকেশন
ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

দরজা খুললেন শ্বশুরমশাই, 'এত দেরি হয়ে গেল বউমা?'
'খুব কাজের চাপ পড়েছে বাবা।'
কিন্তু তা বলে কি ডিউটি আওয়ার্স থাকবে না? ওভারটাইম দিচ্ছে?'
'প্রাইভেট ফার্মে ওভারটাইম বলে কিছু নেই।'
এই সময় শাশুড়ির গলা পাওয়া গেল, 'ওকে কি সারারাত দরজায় দাঁড় করিয়ে রাখবে? ঘরে
যাও রঞ্জনা।'
রঞ্জনা তাকাল, 'আপনারা কি আমাকে ফোন করেছিলেন?'
শাশুড়ি বললেন, 'তুমি কি নম্বর দিয়েছে যে ফোন করব? তা ছাড়া এই বাড়িতে যে ফোন নেই তাও তুমি জান।'
শ্বশুর বললেন, 'সুবীর বোধহয় তোমার দেরি হচ্ছে দেখে করেছে।
'ও এসেছে?'

1733981674331.jpg

For work I use:


মোবাইল
Redmi Note 11s
ফটোগ্রাফার
@taskiaakther
লোকেশন
ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

'কখন।' শাশুড়ি বললেন, 'তাড়াতাড়ি এসেছে বলায় আমাকে কথা শোনাল। চা না খেয়েই আবার
বেরিয়ে গেল।'
রঞ্জনা নিজের ঘরে চলে এল। বাড়ি ফিরে বা না খেয়ে বেরুবার কারণটা বোঝা যাচ্ছে। কিন্তু অফিসের কাজে দেরি হতেই পারে এই কথাটা সুবীর ভাববে না কেন? নিশ্চয়ই মনে সন্দেহ এসেছিল তাই ফোন করে যাচাই করতে চেয়েছিল। রঞ্জনার খুব রাগ হয়ে গেল। বাথরুমে ঢুকে বেশি জল ঢালল।
জামাকাপড় বদলে বেরিয়ে আসতেই দেখতে পেল তিতির বসে আছে। সে হাসল, 'বলো, তোমার খবর কী? কেমন অভিজ্ঞতা হল?'
'ভাল।'
'সবাই কী বলল?'
'খারাপ বলেনি কেউ।'
'বাঃ। শোনো, আমিও আজ স্টুডিয়োতে গিয়েছিলাম।'
'ওমা! কেন?'
'আমাদের অফিস যে বিউটি কনটেস্ট-এর ব্যবস্থা করছে তার জাজ ঠিক করতে। প্রথমে
ইন্দ্রপুরী তারপরে টেকনিসিয়ান স্টুডিয়োতে। তুমি কোথায় ছিলে?' 'নিউ থিয়েটার্সে।' তিতির জবাব দিল। বউদি কাছাকাছি গিয়েছিল। সে জিজ্ঞাসা করল, 'কাকে
কাকে ঠিক করলে?'
শকুন্তলা এবং কমলিকা।'
'বাব্বা।'
'কথা আদায় করতে আমার কালঘাম বেরিয়ে গিয়েছে। কী সব কথাবার্তা। তা তুমিও যখন বিখ্যাত হবে তখন ওই রকম হয়ে যাবে।'
'কী রকম।'

ধন্যবাদ।আল্লাহ হাফেজ।