এক গুচ্ছ অণুকবিতা "মেঘলা আকাশ, রোদ্দুর মুছে যায়"

in #poem2 years ago

image.png
(১)
মেঘলা আকাশ, রোদ্দুর মুছে যায়,
পাখির ডানায় আবছায়া আঁধার জাগে ।
তালগাছটার ছায়া দীর্ঘ হতে হতে
এখন সেটা শুধুই অন্ধকার ।
মেঘলা দিনের এলো বাতাসে
বাঁশ ঝাড়ের মাথাগুলোর সে কি নাচ !
মাথার উপরে ঘরে ফেরা পাখিদের
ডানা ঝাপটানোর শব্দের সাথে ঝিঁঝি পোকার ঐকতান ।
আঁধার নামছে ধীরে ধীরে,
এখানে ওখানে ঝোপঝাড়ে জোনাকি পোকার আলো ।
চাঁদ ডুবে গেছে মেঘের আড়ালে,
ঘন অন্ধকারে আমার ঘরে ফেরার একমাত্র সাথী
জোনাকি পোকার ক্ষুদ্র অথচ স্নিগ্ধ আলোকমালা ।

(২)
জানি হবে না তো কোনোদিনও
তোমার সাথে আমার দেখা এ জীবনে ।
সুনীল আকাশ কখনো কি
ধরা দেয় হতভাগ্য মাটির পৃথিবীর এ বুকে ?
তবু আশায় আশায় থাকা,
শুধু অপেক্ষার অনন্ত এ জীবন ।

জানি একদিন বিরহ-অনলে
আকাশেরও মন খারাপ হবে,
অশ্রু বর্ষণে সিক্ত করবে তখন
মাটির পৃথিবীর মরুভূমি প্রান্তরে ।

(৩)
বুড়ো শালিক,
সঙ্গীহীন একা ল্যাম্পোস্টের তারে,
ভিজছে দেখো, কি নির্বিকার !
কোনোদিকে ভ্রুক্ষেপ নেই,
ফুরিয়ে এসেছে সময় ।

সারা জীবনটাই কেটেছে যার
দুঃখের সমুদ্দুরে,
অন্তিমকালে বৃষ্টির ফোঁটা দুঃখ নয়,
সুখ হয়ে তার ঝরে ।

♡ ♥💕❤

✡ ধন্যবাদ ✡
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)
তারিখ : ২৯ জানুয়ারি ২০২৩

টাস্ক ১৬১ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : e475cd4bd4f185c31273b8a15cdd34c6d663938d6e85319c188d3af47b338a07

টাস্ক ১৬১ কমপ্লিটেড সাকসেসফুলি
এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়