প্রিয়তমা তুমি এলে

in #poem7 years ago

প্রিয়তমা তুমি এলে
ধূলোর ধূসর আস্তরণ সরে যায়,
মলিনতা কেটে যায়,
অম্লান জাগ্রত হয়
প্রদীপ জ্বলে ওঠে হৃদয়ে,
সবুজ তারার সবুজ আলোর মতো
গন্ধরাজ ফুটে
লাল চিত্ত সুগন্ধিত হয়,
পদাবলী প্রাণ খুলে দেয়,
আকাশ থেকে রুপকথার টিপু টিপু বৃষ্টি ঝড়ে ;
আঁখির নন্দিত উল্লাসে জলের মতো।
প্রিয়তমা তুমি এলে।

writter @jowel1

Sort:  

excellent

ধন্যবাদ😍