জাগ্রত আমি
জাগ্রত আমি
- ফরহাদ আলমগীর
.
আমি মানি না মানব না
আমি আর চুপ থাকব না।
আজ থেকে আমি বুঝে নিব আমার অধিকার
আজ থেকে আমি চিরজাগ্রত।
আমি মানব না-
তোমরা পাঁচ তারকা হোটেলে করবে নষ্টামি
আমি অন্নের অভাবে করব দেহ বিক্রি।
তোমরা ঘুমাবে শীতল হাওয়ার নীচে
আর আমি ঘুমাব খোলা আকাশের নীচে।
আমি মানব না--
আমি বুঝি না গণতন্ত্র, বুঝি না সমাজতন্ত্র
আমি বুঝি শুধু আমার অধিকার।
যদি দাও আমার অন্ন বস্ত্র,
তবে করব তোমাদের সালাম অজস্র।
আমি চাই না দালান অট্টালিকা
চাই শুধু বাঁচার ছাউনিটা।
আমি চাই না দামি পোশাক-পরিচ্ছদ
চাই শুধু একখন্ড পরিধানের বস্ত্র।
আমি রাজপথে কভু নামব না
যদি পাই কিঞ্চিৎ স্বাধীনতা।
যদি না দাও সে সামান্যও, তবে জেনে রাখো-
আমি জ্বালিয়ে দিব গণতন্ত্র, চিবিয়ে খাব তোমাদের সমাজতন্ত্র।
Vote exchange site https://mysteemup.club