কেউ বসে নেই

in #poem7 years ago

168240817080750.jpeg

পটে আঁকা ছবির মত মেয়েটি একা দাঁড়িয়ে আছে। হয়তোবা সে স্মৃতির নদী কাটছে সাঁতার সাতসমুদ্দুর
কেউকি আছে ওপারে তার
প্রতিক্ষাতে প্রহর গুনে।

আমি হাঁটছি সাম্নের দিকে
কেউ বসে নেই আমার জন্যে আমি জানি
পোড় খাওয়া মন পড়ো বাড়ী একাই আমি।

স্বপ্ন রথে বিঘ্ন ঘটে
জলছত্র চেরাপুঞ্জির মত বৃষ্টি আসে
চাপাপড়া হলুদ ঘাসের নতুন করে জীবন আসে
আমি জানি এই বিতর্কে জটিলবিদিরা
পড়বে ফাঁকে।
কোথায় যেন দেখেছিলাম
পিরোজপুরে একটি মেয়ের হাত কেঁপেছিলো খাবার দিতে গিয়ে
সেই মেয়েটির মনের খবর জানি আমি
হালদা বিলের জলের মত সাদা পানি।
সহজ সরল সেই মেয়েটির মুখচ্ছবি
ভাসবে এখন।
মধুপুর বনের মত শ্যামবন বরণ
মহুয়া ফুলের মত দু'টি নয়ন
সেও আজ বসে নেই কারোর জন্য
আমি জানি বৈঠা হাতে লড়ছে নশ্চয়
উজান ভাটি ।।

Nahin

Sort:  

You got a 1.79% upvote from @brupvoter courtesy of @nahin9!

This post has received a 0.26 % upvote from @drotto thanks to: @nahin9.

You got a 1.56% upvote from @oceanwhale With 35+ Bonus Upvotes courtesy of @nahin9! Delegate us Steem Power & get 100%daily rewards Payout! 20 SP, 50, 75, 100, 150, 200, 300, 500,1000 or Fill in any amount of SP Earn 1.25 SBD Per 1000 SP | Discord server