কাল্পনিক

in #poem7 years ago

ধরো যদি এরকম হয় কোনোদিন ..
তোমার বাড়ির পাশের যে বোকা ছেলেটা তোমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে
অবাস্তব স্বপ্নে দু চোখ ভরে পান করে তোমার শরীরের ঢেউ ...
সে তোমার সমস্ত পথ আগলে আটকে ফেলেছে তোমায় ..
নির্লজ্জ অস্পর্ধায় তোমার মেকআপ ভরা চোখ এর দিকে তাকিয়ে বলছে
"তোমায় ভালোবাসি .."
কি করবে তখন ? সমস্ত সাহস নিয়ে একটা থাপ্পড় মারবে মুখে ?..
নাকি বুকের মাঝেe জেগে ওঠা মৃদু ঝংকার সামলে এগিয়ে যাবে পথ
ধরো যদি এরকম হয় কোনোদিন

image

তোমার খুব প্রিয় সেই স্কুলের বান্ধবীর সাথে দেখা হলো হঠাৎ
অনেক ছোট বেলায় যার গাল টিপে তুমি বলতে "আমার বোন হবি?"...
তারপর হঠাৎ একদিন ওকে যেতে দেখলে পুলিশের সাথে
নিজের মা কে বালিশ চাপা দিয়ে খুন করার অপরাধে ..
সে যদি বাস ভর্তি লোকের মাঝে তোমার গাল টিপে দিয়ে বলে
"কেমন আছিস ?"
কি করবে তখন ? মুখ থেকে ওর হাত সরিয়ে বলবে
"তোমাকে ঠিক চিনতে পারলাম নাতো .."
নাকি ওর জলমাখা চোখের দিকে তাকিয়ে
খুঁজে নেবে ওর মায়ের আস্পর্ধা আর ব্যভিচার ..
তারপর আলতো হেসে বলবে "কেমন আছিস বোন ?"
ধরো যদি এরকম হয় কোনোদিন ..
অনেক রাতে কবিতা লিখতে লিখতে তুমি বারবার অন্যমনস্ক হচ্ছ ..
পাশে তোমার সুন্দরী স্ত্রীই ঘুম গলায় বলছে "ঘুমাবে না আজ ?"..
তুমি বার বার গুলিয়ে ফেলছো বাস্তব .কল্পনা ..
পাশের পাড়ার সেই সবুজ সালোয়ার পড়া মেয়েটির কথা ভেবে মাথা চেপে ধরছো ..
যাকে তুমি রোজ পিছু করতে ওর বাড়ি অবধি
দিন রাত্তির তার কথা ভাবতে ভাবতে
একদিন অসীম সাহসে পথ আগলে বললে
"তোমায় ভালোবাসি .."
কি করবে তখন ? তোমার কবিতা থেকে ওই মানুষ খুনি মেয়েটিকে সরিয়ে ফেলে
নীল শাড়ি পড়া ওর বান্ধবীর ছন্দও লিখবে
নাকি তোমার লেখা সরিয়ে আবার তোমার পুরোনো প্রেমিকাকে
জাগিয়ে বলবে .."ঘুমাবো না আজ ..তোমায় ভালোবাসি বলে "

Sort:  

ভালো লাগলো লেখাটা। সালাম @hamidul