আমার দেশ
এই তো আমার জন্ম ভুমি
প্রিয় বাংলাদেশ,
হাজারো দেশের মাঝে বাংলার
রুপের নাইকো শেষ।
ভোরের সূর্য এনে দেয়
মোদের নতুন অনুপ্রেরণা,
বাংলার জমিনে মিশে আছে
মায়ের আদর স্নেহ মায়া,
মাঠের ধূলি , নদীর পানি
আমার অতি আপন ,
তাহার পশর পেতে যে মন
নিরবে কাদে সারাক্ষণ ।।