আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৬ ডিসেম্বর ২০২৪

in #poetry4 days ago
আসসালামুআলাইকুম

IMG_20241216_171406.jpg

|

একই সন্ধ্যা, একই রাত
তবুও যেন ভিন্ন দুটি জগৎ
এই নীরবতা, এই সময়
আমাদের ভাসিয়ে নেয় বহুদূরে।

আমাদের সম্পর্কটা যেন
আলো-হাওয়ার মতো
আমি থেমে যাই তোমার মাঝে
তুমি হেঁটে চলো আমার হৃদয়ে।

আর কোনো কথা নয়
শুধু একসাথে বসে থাকি
এই নীরবতা, এই মধুর সময়
একত্রে রাঙিয়ে তুলি।

|
|-শুভ রাত্রি 💖|

IMG_20241216_171358.jpg
|

মিথ্যার সাথে আঁকড়ে থাকা
মিথ্যার গভীর বাস,
অন্ধকারে ঢেকে থাকে
তার অলিন্দে মোহের রস!

তাই হে পথিক, খুঁজে নাও
সত্যের চির ঠিকানা,
মিথ্যার ছায়া মুছে ফেলো
জাগাও নব-প্রাণা।

আকাশ নীল আর মাটির রং
মিলে হয়ে যাবে একাকার;
সত্যই থাকবে চিরকাল—
জীবনের মহান উপহার।
|
|-শুভ রাত্রি 💖|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 12.652733311053208 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.