আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৮ ডিসেম্বর ২০২৪

in #poetry2 days ago
আসসালামুআলাইকুম

IMG_20241216_171254.jpg

|

শীত ঋতুটা আসে যখন
হিমের ছোঁয়া মেখে,
মন ভরে যায় সকাল বেলা
কুয়াশা ভেজা রোদ দেখে।

শীত সকালের প্রকৃতিটা
দারুণ ভালো লাগে,
আলতো রোদের ছোঁয়ায় হৃদে
আহ্লাদ; যেনো জাগে।

হাঁকপাঁক করে, বুকের ভেতর;
রোদ্দুর উঠলে ঝলমলে,
কুয়াশা মোড়ানো এমন সকালে
তুমি ঠোঁট, ছুঁয়ে দিলে।

|
|-শুভ সকাল 🌞🍃☕🌸|

IMG_20241216_171248.jpg
|

শুক্রবার এলেই, একটি ময়ূর
নেচে ওঠে আমার বুকে
মৃদু বাতাস দরজায় টোকা দেয়
আমার শ্রবণেন্দ্রিয়কে করে অবস!
🦚
আমাকে ডাকতে থাকে
একটা চুম্বকপাথর
একটি ধ্বনি কানে এসে বিঁধতে থাকে;
একটি স্পর্শ আমাকে করে স্মৃতিমেদুর।
🩵
থমকে থাকা ঘড়িটা
হঠাৎ চলতে শুরু করে
আমাকে আহবান জানায়
তাকে ভালবাসতে।
|
|-শুভ সকাল 🌞🍃☕🌸|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 12.697602566024358 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.