আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৪ সেপ্টেম্বর ২০২৪
|
আসে, যায়, নীরবে
কিন্তু স্মৃতির মুক্তো
ফেলে যায় মনের গভীরে।
সময়ের ঝুলি থেকে ঝরে পড়ে
মুহূর্তের রতন, আনন্দের হাসি
প্রথম দেখার মুগ্ধতা
বিদায়ের আকুলতা।
তবুও আমরা স্বপ্ন দেখি
রঙহীন কিংবা রঙিন
স্বপ্ন আশার প্রদীপ জ্বালায়
সময়ই জীবন সাজায়।
|
|-শুভ রাত্রি ❍🌴|
|
লেখার কথাই কত আছে
মন গাইছে কত সুর সুরে
সন্ধ্যা তারারা নাচে।
তারার ভিতর ঘরের কাচ
কাচে ঝাড়বাতিদের বসতি
তোমার আঙুল ছুঁয়ে রোজ
আমি সাজাই সন্ধ্যাবাতি।
প্রেমের বাহুর বাঁধন খোলা
বাড়ছে বড্ড প্রেমের মায়া
এত চুপচাপ, এত নৈঃশব্দ্য
এখন নিবিড় আলিঙ্গন প্রয়োজন।