Best Photography 🥹🥹

in #post5 months ago (edited)

FB_IMG_1720552772995.jpg

বলুন তো লোকটার কাকে বাঁচানো উচিৎ আগে??

তথ্য এবং ছবি ( ইন্টারনেট থেকে সংগৃহীত)
অনুবাদ - Manira Sultana Papri

এই চিত্রকর্মটির নাম 'প্রলয় দৃশ্য' Scene of deluge!

১৮২৬ সালের গ্রেট ফ্লাড বা দ্য গ্রেট ফ্লাড হল এর একটি দৃশ্য। জোসেফ-ডিসির কোর্টের Noah's flood বা নূহের বন্যার উপর করা একটি চিত্রকর্ম। ১৮২৭ সালের ৪ঠা নভেম্বর প্যারিস সেলুনে এটি প্রথম প্রদর্শিত হয়েছিল, যদিও - প্রিক্স ডি রোমের বিজয়ী হিসাবে - তিনি সেই সেলুনের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি।

এখানে আপনি দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি তার বাবাকে বাঁচানোর চেষ্টা করছেন এবং তার স্ত্রী এবং বাচ্চাকে (ছেলে) সম্পূর্ণরূপে উপেক্ষা করছেন। অথচ তারা তার বেশি কাছাকাছি আছে, তাদেরকে বাঁচানো সোজা। তার বাবা দূরে, তাকে বাঁচানোই বরং কঠিন।

এখানে ছবিটি রুপক। স্ত্রী বর্তমান জীবনের রুপক। পুত্র ভবিষ্যত এবং অপরদিকে বাবা অতীতের রুপক। বোঝাচ্ছে ব্যাক্তিটি অতীতকে আঁকড়ে আছে এবং তার বর্তমান জীবন ও ভবিষ্যৎ হারাচ্ছে। অনেকের দৈনন্দিন জীবনে যা ঘটে তার একটি নিখুঁত রূপক।
এরকম পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয়া খুবই কঠিন।
অথচ সিদ্ধান্ত নিতেই হবে এবং মাথা থেকে নিতে হবে। আমাদের জীবনেও এমন পরীক্ষা আসে। আমাদেরকে সেই পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষার উপর অনেক সময় আমাদের বাকী জীবন নির্ভর করে।

উপরের লেখা গুলো অনেকের ধারণা মতে কিন্তু আমার ধারণা মতে চিন্তাশক্তির বিশ্লেষণ করুণ, এখানে বৃদ্ধ কে বাঁচানো সবার আগে উচিত কারণ বৃদ্ধা প্রায় ডুবে যাওয়ার অবস্থা এমনিতেই বৃদ্ধার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম আর এই দিকে বাচ্চাটা মোটামুটি সেভ আছে কারণ পৃথিবীর সবচেয়ে শক্ত হাত তার উপরে আর মহিলাটাও মোটামুটি নিরাপদ এবং সে গাছের শিকর ধরে সাপোর্টে আছে কিন্তু বৃদ্ধার অবস্থা জায়জায়। ধন্যবাদ সকলকে

এই চিত্রটিতে অতীত বর্তমান ভবিষ্যৎ বুঝানো হয়েছে আসলে অতীত ভুলে গেলে চলবে না অতীত থেকে শিক্ষা না নিয়ে বর্তমান প্রাধান্য পায় না আর বর্তমান হারালে ভবিষ্যৎ হারাবেন।