আমার Procreate দিয়ে করা আরেকটি ডিজিটাল আর্ট: Yorkei DogsteemCreated with Sketch.

in #procreate2 years ago

হ্যালো বদ্ধুগণ, আশা করি সবাই ভাল আছো। আজকে আমি আমার আরেকটি ডিজিটাল আর্ট Yorkei Dog তোমাদের সাথে শেয়ার করছি। Yorker Dogএম বলতে সাধারণত লোমে ভরা কুকুর গুলিকে বুঝায় । আমি কিভাবে আর্টটি সম্পন্ন করেছি তা আমার ইউটিউব চ্যানেল থেকে পুরো ভিডিওটা দেখতে পারো।

C04F2FAB-FBC2-4C40-BECE-2F93B399D681.png

Yorker Dog

আমি আজকেও এই আর্টটি করতে আমার আইপ্যাডের প্রক্রিয়েট( Procreate) সফটওয়্যার ব্যবহার করেছি।নিচে আমি ধাপে সেয়ার করছি কিভাবে আর্টটা সম্পন্ন করেছি।

প্রথম ধাপ

B16EC8AA-F8BD-44AD-B253-CC6E729CED1C.png

প্রথম ধাপে আমি দিকে নজর দিয়েছি। কারণ এই ধরনের আর্টের ক্ষেত্রে আমার মনে হয় একবার মুখ ফুটিয়ে তুলতে পারলে বাকিটা সহজে সম্পন্ন করা যায়।

দ্বিতীয় ধাপ

35CC652A-67A9-404A-A600-9B90C01DCA65.png

এরপর বাকি বডির দিকে নজর দিয়েছি। আগে সামনের দুই পা এবং পরে বাকি অংশ একেছি।

তৃতীয় ধাপ

5D3BFDC6-EB9C-473C-860E-2CC91CDBBC4A.png

এবার কালার করার পালা। প্রথমে মাইনোর পার্ট যেমন নাক ও বুকের অংশ রং করি।বরাবরের মত এবারো ড্রাগ এন্ড ড্রপ পদ্ধতিতে কালার করি।এরপর ধীরে ধীরে মেজর পার্ট গুলি রং করি।

পুরো আর্টটির ভিডিও আমি ইউটিউবে শেয়ার করেছি । নিচে ভিডিও লিংক শেয়ার করলাম।


Category:DeviceSoftware
Art:iPad Pro 2020Procreate