অজগর সাপ
আমাদের দেশে বিভিন্ন প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। এর মধ্যে আজগর সাপ অন্যতম। আমরা ছোটবেলায় বইয়ের মধ্যে বাজিগর সাপ সম্পর্কে পড়েছিলাম। আগে আমরা জানতাম যে একে অজগর নাকি একটি মানুষকে জীবন তো গিলে খেতে পারে। আমরা অজগর সাপকে অনেক ভয় পেতাম। আমি সর্বপ্রথম চিড়িয়াখানায় গিয়ে অজগর সাপ কে দেখেছিলাম। আমি কখনো নিজের চোখে অজগর সাপ কে কোন প্রাণী যেতে দেখিনি। অজগর সাপ অনেক বড় হয়ে থাকে এদের ওজন ৫০০ কেজি থেকে ১০০০ কেজি পর্যন্ত হয়ে থাকে। সাপ ডিম পেড়ে বংশ বিস্তার করে। অথবা সাপের ডিম কেমন দেখতে হয় আমি কখনো দেখিনি। বিশ্বের অনেক জায়গায় অজগর সাপ খাওয়া হয়। বিশ্বের অনেক দেশে যেকোনো সাপ খাওয়া হয় কিন্তু আমাদের বাংলাদেশের সাপ খাওয়া হয় না। সাপের মাংস নাকি অনেক সুস্বাদু হয় কিন্তু আমি কখনো সাপের মাংস খাইনি তাই আমি জানি না সাপের মাংস কেমন স্বাদের হয। আমি ডিসকভারি চ্যানেলে একজনকে সাপের মাংস কাঁচা চাবিয়ে চাবিয়ে খেতে দেখেছিলাম। অজগর সাপ বিভিন্ন আকৃতির বিভিন্ন কালারের হয়ে থাকে। পাহাড়ি অঞ্চলে আজগর সাপ দেখতে পাওয়া যায়। লোকালয়ের তুলনায় জঙ্গলে বেশি সাপ দেখতে পাওয়া যায়।
ধন্যবাদ