আমার বাংলা ব্লগ কনটেস্ট ৬২ : "$PUSS কয়েন নিয়ে ব্যানার তৈরির প্রতিযোগিতা" এর স্পেশ্যাল অ্যাওয়ার্ড

in #qsd3 months ago

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZmA53vhrSyB3Dp3Gu249w4w1RJLPBJs7N74WUhgsumzXubsxgHHqmzZoEu7Yyd2YZUH8AkcYwhKt.png. atGPT 4o mini

Log in
You said:
মাস দুই পূর্বে ৫ই সেপ্টেম্বর "আমার বাংলা ব্লগ" কর্তৃক আয়োজিত $PUSS কয়েন নিয়ে ব্যানার তৈরির প্রতিযোগিতা ঘোষণা করা হয়, যার নাম ছিল ৬২ নাম্বার এবিবি কন্টেস্ট। এই ঘোষণাটি করেন কমিউনিটির মডারেটর কিংপ্রোস (@kingporos)। কন্টেস্টটির সময়কাল ছিল এক সপ্তাহ এবং এতে ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

এই কন্টেস্টের বিষয়টি বিশেষ ছিল, কারণ এটি $PUSS ক্রিয়েশন মাসের সাথে সংশ্লিষ্ট। প্রতিযোগীদের তৈরী ব্যানারগুলো দেখে সত্যিই ভালো লেগেছে। সকল পার্টিসিপেন্টদেরকে ধন্যবাদ জানাই তাঁদের দারুণ সব ব্যানার শেয়ার করার জন্য।

ইতিপূর্বে, কমিউনিটির মডারেটর সিয়াম (@alsarzilsiam) ১৪০ স্টিমের পুরস্কার ঘোষণা করেছিলেন, যা প্রদান করা হয়েছে। আমি আজ শুধু স্পেশ্যাল অ্যাওয়ার্ড প্রদান করেছি। এখন আমাদের কন্টেস্ট ৬২: "$PUSS কয়েন নিয়ে ব্যানার তৈরির প্রতিযোগিতা" এর সকল পুরস্কার প্রদান সম্পন্ন হলো।