খরগোশsteemCreated with Sketch.

in #rabbit11 months ago

আমি প্রথম চিড়িয়াখানায় গিয়ে খরগোশ দেখেছিলাম। আগে চিড়িয়াখানা ছাড়া অন্য কোথাও খরগোশ পাওয়া যেত না। এখন বিভিন্ন ফার্মে খরগোশ লালন পালন করা হয়। আমি কিছুদিন আগে ঢাকায় একটি রেস্টুরেন্টে খরগোশের বারবিকিউ করা দেখেছি৷ একটি ছোট সাইজের খরগোশের বারবিকিউ এর দাম ছিলো ১১০০ টাকা এবং একটি বড় সাইজের খরগোশের বারবিকিউের দাম ছিল ১৫০০ টাকা। আমি শুনেছি যে খরগোশের মাংসের স্বাদ অনেক। ছোট বেলায় চিড়িয়াখানায় গিয়ে অনেক খরগোশ কিনে আনতাম। খরগোশ মাটির নিচে বাড়ি বানিয়ে থাকে। আমরা দেখেছি টিভিতে খরগোশ গাজর পছন্দ করে। গাজর একটি শীতকালীন সবজি। টিভিতো কার্টুন দেখেছিলাম যে খরগোশ গাজর খেতে পছন্দ করে। টিভিতে খরগোশ নিয়ে একটি কার্টুন রয়েছে। এছাড়াও অনেক গুলো মুভি তৈরি হয়েছে খরগোশ নিয়ে। খরগোশ এবং কচ্ছপের গল্পটি সবাই জানে। খরগোশ বিভিন্ন সাইজের হয়ে থাকে ছোট বড় মাঝারি। খরগোশ সাধারণত বিভিন্ন রঙের হয়ে থাকে এর মধ্যে সাদা কালো হলুদ ইত্যাদি।


Pixabay