Photographs

in #random5 months ago

আজকের কি মাদ্রাসার ফটোগ্রাফি শেয়ার করেছে যেখানে আপনারা দেখতে পারবেন দুটো সমন্বয়ে একটি রোডের মাঝখানে একটি মাদ্রাসায় যেটি হয়তো অনেক প্রচলিত শুরু করে আজকের মত করে। আশা করছি আজকের এই ব্লকটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক।
20210306_104027.jpg
এটি অনেক দূরের একটি মাদ্রাসার মতোই তবে সেখানে মক্কা মাদ্রাসায় সবই রয়েছে আশা করছি এ প্লাস আপনারা চিনবেন না তবে দেখতে অনেক ভালো জায়গাতে বসে শান্তির মতো করে আড্ডা দেওয়া যায় কথা বলা যায়। তাই আপনাদের মাঝে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করলাম আর কিছু কথোপকথন শেয়ার করবো আজকের মত এখানে
20210306_104026.jpg
আমার ধারাবাহিকতা বজায় রাখতে হয় বিদায় তাই আপনাদের মাঝে শেয়ার করে ভিন্ন বিষয়বস্ত তাই এই বিষয়বস্তু কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না কিন্তু। আমি চেষ্টা করি এক এক সময় একেক রকম তবে ঝামেলা এবং ব্যস্ততার জন্য অনেক সময় সময় করে উঠে পারি না। তবুও চেষ্টা বিভোর থাকি অপর চেষ্টা বা বন্ধ রাখি।

বুঝতে পারছেন কি বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে যদি ভালো লেগে থাকে সেটা জানাবেন । আমিও চেষ্টা করব বিভিন্ন রকম মুড বা বিভিন্ন রকম মিষ্টির ফটোগ্রাফি বা বিভিন্ন কোন কথা আপনাদের মাঝে শেয়ার করতে। সে পর্যন্ত সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই বৃষ্টিময় দিনে সবার মত করে সবাই ভালো সুস্থ থাকুন এবং সবার জন্য সবাই দোয়া করুন।

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি/ব্লগ
ফটোগ্রাফার@sky-view
ডিভাইসSamsung A-5
লোকেশনবাংলাদেশ

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

ছোট করে ও আমার মত করে আমার পরিচয়

IMG-20211206-WA0035.jpg

*🥀🌹আমি আশিক। আমি ঢাকায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি দিয়ে বিদেশ চলে যাই।তারপর আর পড়া লেখা করার সুযোগ হয়নি। বর্তমানে বাংলাদেশে গাড়ির ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং সর্বোপরি আমি সবসময় আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।ধন্যবাদ সবাইকে।


5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.